রাত পোহাবার কতো দেরী পান্জেরী
এখনও তোমার আসমান ভরা মেঘে
সেতারা হেলাল এখনও উঠেনি জেগে
তুমি মাস্তুলে, আমি দাড় টানি ভূলে
....অসীম কুয়াশা ......
কবি ফররুখ আহমদের কবিতার বাস্তব অবস্হা এখন আমাদের দেশে বর্তমান।এদেশের আকাশ থেকে কালো আধার যেন কাটছেনা।সংঘাতের রাজনীতির যাতাকলে আমরা পিষ্ট।শুধু রাজনৈতিক স্হিতিশীলতা ঠিক থাকলে এদেশ দ্রুত এগিয়ে যেতো।আসুন আমরা সবাই সুস্হ এবং স্হিতিশীল রাজনীতির পক্ষে অবস্হান নিই, নোংরা রাজনীতিকে না বলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



