দেশে বড় কোন হত্যাকান্ড ঘটলেই আমদের প্রাণপ্রিয় জননেত্রী আর দেশনেত্রীদের দেখা যায় আমেরিকান আর বৃটিশ হাইকমিশনারদের পশ্চাদ্গমন করতে(পশ্চাদদেশ লেহন বলি নাই কিন্তু
আর কত শোডাউন তারা করবেন?
দেশের সাধারন,নিরীহ মানুষের আর কত আইওয়াশ তারা করবেন?
F.B.I. আর Scotland Yard কে ডাকলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?তারা কি আলাউদ্দিনের চেরাগ হাতে নিয়ে ঘুরেন?
কই বৃটিশ হাইকমিশনার এর উপর হরকতুল জিহাদ এর হামলা রহস্য কারা উদ্ঘাটন করল?এই অকার্যকর,তলাহীন ঝুড়ি নামক দেশের সি আই ডি আর র্যাব ই তো! ইন্টারপোল থেকে সুন্দরী লেডি ইনভেস্টিগেটর তো ঠিকই এল।তারা পত্রিকার প্রথম পাতায় স্থান করে নিলেন,অতঃপর অশ্বডিম্ব
নিয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন!!!
দেশে যত বড় বড় হত্যাকান্ড ঘটেছে,তার পিছনে তো সি আই এ আর মোসাদ এর কলকাঠি নাড়ানোর কথা শোনা যায়।
যা হোক,তারপরও আমরা কেন তাদের কাছে ফিরে যাই।আমরা কি এতটাই খোড়া?নিজেদের সমস্যা নিজেরা সমাধানের ক্ষমতাও আমরা হারিয়ে ফেলেছি?নিজেদের আমরা আর কত ছোটো করব?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




