somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

অভিশাপ! তাই কবিতা লিখি। কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।- স্বপ্ন

আমার পরিসংখ্যান

স্বপ্ন ফেরারী
quote icon
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রেম ডাকছে...

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

আচ্ছা তোমার কাঁচের চুড়ি আছে না?
শেওলা কালারের সুতী শাড়ী,
ছোট্ট কালো টিপ!
আর হ্যাঁ কাজল মেখে এসো কিন্তু।
খোলা চুলে এসো সন্ধ্যা যেন ডুবে যেতে পারে সেখানে।
আজ এই ভেজা বিকেলে চল বেরিয়ে পড়ি
প্রেম ডাকছে শুনতে পাচ্ছো কি?1

- স্বপ্ন বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

ইচ্ছে মাকড়শার স্মৃতিকথা কিংবা ইতিকথাঃ

লিখেছেন স্বপ্ন ফেরারী, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

কথন ১:
প্রয়োজনের সাথে ইচ্ছাময়ী কিছু যোগসাজশ ব্যপার থাকে।
যেমন আমার স্যান্ডেল পুরাতন হয়ে গেছে, পায়ের পাতা চাইছে নতুন স্যান্ডেল।
কিন্তু আমার ইচ্ছামত বিপরীত কাজ করছে।
আমার ইচ্ছাময় জগত বিচিত্র, বরারর ইচ্ছের বিরুদ্ধতা করা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
এই যে ইচ্ছের সাথে দ্বিমুখী ভাবনা আমার, এটাও কিন্তু ইচ্ছের বিপরিতেই করছি আমি।
প্রয়োজনের তাগিদ না হলে ইচ্ছে পুরন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

অবসর

লিখেছেন স্বপ্ন ফেরারী, ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

আমার ভেতরে কোথাও এক চিলতে নির্মল অবসর,
ধাপ্পাবাজ সময়ের বিরস ব্যস্ততা সেখানে যেতে দিচ্ছে না।

তুমি এসো,
তুমি এসো সময়কে উপেক্ষা করে কোন এক মুহুর্তের চুম্বন নিয়ে।

আমি ধ্যানস্থ পূজারী প্রার্থনায় নিবেদন করব প্রেম,
আজন্ম অবসরের বনসাই হয়ে বেড়ে উঠবো তোমার ভেতর,
আমার শেকড় গজাবে তোমার ভেতর।।

আমার ভেতরের অবসর আমি খুঁজে পাচ্ছিনা,
তবু তুমি এসে দেখো ওখানেই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

বেলাশেষ

লিখেছেন স্বপ্ন ফেরারী, ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

সম্ভবত সম্ভাবনা হাতের মুঠোয় ফসকালে,
জলের আগুন জ্বলবে দ্বিগুণ জল পেলে!

হচ্ছে ভীষণ শব্দ দূষণ বাড়ছে কেবল কথার কথা
বুক পাঁজরে অগোচরে জমছে কেবল ব্যথার ব্যথা!

লেখবো কি আর ভাববো কি আর কাব্যমালা কাগজে
কোন সে পাপে অল্প তাপে পাথর গলে মগজে!

ছায়াতলে কায়া পেলেই মানুষ মায়ার বন্ধন
চোখের জলে হাসতে গেলেই নাম বল তার ক্রন্দন!

ফিরবে কবে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

মানুষ কেন একলা থাকে...

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

নিরবতার করুণ বাঁকে
গোপন কিছু কথা থাকে…

ক্ষত হৃদয় দিন ফুরালে,
ঘাঁ শুকালেও চিহ্ন থাকে…

নষ্ট কিছু কষ্ট যত
ভ্রষ্ট শোকে অষ্টপ্রহর লেপ্টে থাকে…

ধূসর অতীত স্মৃতিতলে
ফের না পাওয়া অসুখ থাকে…

ঘোলাটে চোখের মলাট খুলে
বৃথা স্বপ্ন বোনার থাকে…

শ্রাবন ঢলে বৃষ্টি জলে
অশ্রুগুলো মোছার থাকে…

দিনের শেষে রাতের বুকে
উত্তরহীন প্রশ্ন থাকে
মানুষ কেন একলা থাকে?

- স্বপ্ন

[এটা আবৃত্তি নয় বরং একটু... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

পথ...

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

পথ কোথাও যায়নি থেমে আছে স্থির,
মাঝপথ থেকে তুমি আমি চলে গেছি বিপরীত!
একজন শুরুতে আরেকজন শেষে।।

পথ কোথাও যায় না থেমে থাকে স্থির,
মাঝপথে ফের চলে আসি তুমি আমি মুখোমুখি!

পথ থেমে থাকে পথে
তুমি আমি চলেছি শেষ আর শুরুতে...

- স্বপ্ন বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

সময়ের ক্ষয়

লিখেছেন স্বপ্ন ফেরারী, ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিরহ অনলে ছাই হয়ে নিরর্থক পুড়ে যাওয়ার কোন মানে নেই
নব বসন্তের আগমন তরে হলুদ পাতার ঝরে যেতে হয়।
বিজ্ঞান নয় যাপিত জীবনের গরল নির্যাস চুষে,
জীবন বাবুও জেনেছে নক্ষত্রের হয় ক্ষয়!

নিখোঁজের কোন সাংকেতিক চিহ্ন থাকেনা,
বিদায়ের থাকেনা যেমন মৃত্যু শোক!
বিরহের দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে পারেনা আত্মকেন্দ্রিক অভিমান!
কতটা আর গুটিয়ে নেবো নিজেকে
ঠিক কতটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

শূন্যস্থান....

লিখেছেন স্বপ্ন ফেরারী, ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

প্রত্যেকেরই থাকে একটি ব্যক্তিগত শূন্যস্থান,
আমি তারও নাম রেখেছি শ্মশান!
কখনো আগুন জ্বলে কখনো বা শুন-শান।।

- স্বপ্ন বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

আজকাল বেঁচে থাকি....

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ভেতরে নিরবতার তুফান বইছে,
মৃত্যুর মতো হিমশীতল ঘুম নিয়ে
তবু কেন জেগে আছি?
শিথানে নিঃসঙ্গ কষ্টবোধ নেই
নেই দীর্ঘতম দীর্ঘশ্বাস,
স্বার্থপর কেবলই "তুমিহীন" ভাবনা।।
রাত্রির অন্ধকূপ এ ব্যর্থতা সপে
বেঁচে থাকাটাই জরুরী এখানে।।
তোমার উচ্ছাসে ভরা দিন শেষে,
নিতান্ত অবসরে সুখী বারান্দায় বসে
যদি জানতে চাও "কেমন আছি?"
বিনম্র বিশুদ্ধ উত্তর আমার-
"আজকাল বেঁচে থাকি''

- স্বপ্ন বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

অসুখ!

লিখেছেন স্বপ্ন ফেরারী, ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

শরীর খোলে দেখা সেতো তোমার রোজকার অসুখ!
দেখার যদি থাকে তবে চোখে রাখো চোখ।।
একঘেয়ে সেই ক্লান্ত ঘাম স্রোতে,
আজ বরং ভালবাসো চোখও হাসুক অশ্রুতে।।

- স্বপ্ন বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

সর্বনাশ হয়ে যাবে

লিখেছেন স্বপ্ন ফেরারী, ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

দিতে যদি চাও
গোলাপ দাও,
চিঠি লিখো না..

ইচ্ছে যদি হয় হঠাৎ
হাতে রেখো হাত,
চোখে চোখ রেখো না...

কলঙ্ক কেলেঙ্কারি হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
সর্বনাশ হয়ে যাবে
প্রেম হয়ে যাবে!!!


- স্বপ্ন বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

নীরবতাও কথা কয়

লিখেছেন স্বপ্ন ফেরারী, ০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৯

অকারণ
উচ্চারণ
বৃথা শব্দের অপচয়
অভিমানে
খুব গোপনে
নীরবতাও কথা কয়।।

বোবা পাহাড়
তবু তাহার
বুক ভরা কান্না... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

সহজ মিথ্যা

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০

বুকের গহীন বিরানপাথার ভীষণরকম ফাঁকা!
দুঃসহ দুঃখ অনাথ মানায়, সুখগুলি কেন একা?

ছুঁয়ে থাকার গল্পটাও আজ স্মৃতি নামক কবর
বদলে যাওয়ার জীবন মেনেই বেঁচে থাকার খবর।

ভুলের পাশেই ফুল রয়ে যায় ভুলবো কেমন করে?
তবু "ভুলে গেছি" সহজ মিথ্যে বলছি চিৎকারে!

- স্বপ্ন
July'15 বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     like!

এভাবে আর কতদিন?

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

এতোটা অপচয়
জন্মের কাছে জীবনের এতো ক্ষয়,
তাবৎ হিসেব কষে শেষে শুধুই পরাজয়।।

কত কত দিন
স্মৃতির কাছেই জমে থাকে ঋণ,
আরও কিছুদিন
নিরস কাব্যহীন,
এভাবে আর কতদিন?

অনুশোচনাহীন বিশ্বাসী ভুল
আচমকা ঝড়ে ঝরে যায় ফুল,
আজকাল লিখছিনা কিছু কবিতায়।

দাউদাউ দাবানল গহীন গভীরে
পুড়ে যাওয়া ছাই কি আর পুড়ে?
তবু ব্যর্থ দহন অবিরাম বুকের চিতায়।।

একঝাক প্রশ্নেরাও নিরুপায়
যখন উত্তরহীন রাত ফিরে যায়।
কতরাত আর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!

বিসর্জন

লিখেছেন স্বপ্ন ফেরারী, ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০

একটা একটা ব্যথার পেরেক বুকে ঠুকে,
এই খেয়ালি জীবনের তপ্ত ঠোঁটে চুমো রেখে
আমার ন্যূনতম আফসোস নেই!
কেননা আমি জেনে গেছি জীবনের মুগ্ধতা,
বিসর্জনেই প্রকৃত ভালো থাকা।।

ভালবাসা উপেক্ষার সমানুপাতিক আবেগী সূত্র জেনে
জটিলতার সহজ সমাধানে এসেছি,
তোমাকে উপেক্ষা করার ধৃষ্টতা আমার নেই।
এই যে হাত বাড়িয়ে মুঠো খুলে দিলাম
আঙুল আঙুল রেখে গভীর স্পর্শে ছুঁয়ে দেখো
এরপর ব্যক্তিগত মনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭০০৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ