আমি এক ধরনের গবেষনা বা বিশ্লেষন করছি
আমাদের দেশে যখন এরশাদ ছিল, আমি তখন দুধের শিশু
যখন ৯১ তে বিএনপি ক্ষমতায় আসে কিছু বুঝতাম না, ছোট ছিলাম তো, তাই
এরপর যখন ৯৬ তে আওয়ামী লীগ আসল, তখনো কিছু বুঝি নাই, তখনো ছোট ছিলাম
এরপর আবার বিএনপি
দেখলাম কেমনে মানুষ চেহারা পালটায় :-& :-&
দলীয়করণ, ক্ষমতা দখল, হল দখল :-&
শেষের দিকে তো মনে হয় ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে গেসিল
এরপর আর্মি, এইডা লইয়া বেশী কথা কমুনা, আর্মিরে ভালা পাই দেইক্ষা আমার পোষ্ট দেয়ার আগেই মাইনাস আইসসা যায়
এরপর ক্ষমতা পাইল আবার আওয়ামী লীগ
তো আমার গবেষনার অনুযায়ি এরপর ক্ষমতায় যাইব বিএনপি
কিন্তু ঘটনা হইল অন্য খানে
আমাগো বুবুজানের বয়স আর ম্যাঢামের বয়স আগামি নির্বাচনে কত হইব?
তারা কি অবসর লইবেন নাকি...
যদি অবসর না লেন, তইলে অই বয়সে দেশ চালাইলে বিচার বুদ্ধি কতটা কার্যকর থাকব (আমার নানি আর দাদি শ্বাশুরীদের দেইক্ষা কইতাছি)।
তারা যদি অবসর লেন, হাল ধরব কেডা? আমগো দুই রাজপুত্র?
আচ্ছা, যদি পরের বার আবার আমার গবেষনা অনুযায়ি বিএনপি আসে, আওয়ামী লীগ যে এখন ম্যাঢামের বাড়ি লইয়া কুত্তা নাচন নাচতাছে, ম্যাঢাম কি আমগো বুবুরে ছাইড়া দিব?
to be continued...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




