বাংলাদেশ এ সব Company-ই customer দের বাশ দিতে পারে অতি সুকৌশলে...
Loan এর জন্য DBH দারুন এক ফটকাবাজির আশ্রয় নেয়।
প্রথমে loan দেবার সময় তারা তাদের সব competitor থেকে কম interest এ লোন দেয়। আমরা home loan পেয়েছিলাম ১৩% এ, ২ বছর আগে। But ধোকাবাজি করতে তারা ফাক রেখে দেয় T&C তে, সেখানে লিখে রাখে "এই interest rate - fluctuating". অর্থাৎ যখন ইচ্ছা তারা সেটা বাড়াতে পারে/কমাতে পারে(জিন্দেগিতে কোন দিন কমাবে না sure থাকেন)।
বাশ দেওয়া শুরু হয়১ বছর যেতেই, তারা flactuation এর অজুহাত এ interest rate বাড়িয়ে দিলো ১৫.২৫% এবং আরেক বছর যেতেই এখন তারা সেইটা বাড়িয়ে করেছে ১৭.২৫%!!
আমরা existing customer-দের এখন interest দিতে হবে ১৭.২৫% অথচ, কেউ এখন DBH এ নতুন লোন নিতে যান, দেখবেন ওরা সব ব্যাংক থেকে কম interest রাখবে, maximum ১৫-১৬%!! Eye-wash করিয়ে আপনাকে Loan টা গসিয়ে দিবে, এবং ১ বছর যেতেই তাদের ফটকাবাজি শুরু হয়ে যাবে!
আর এভাবেই এরা ব্যাবসা করছে...ব্যাবসা করছে মানুষদের ঠকিয়ে, ধোকা দিয়ে... বাংলাদেশ দেখে এগুলা দেখার কেউ নেই...থাকবে কেমনে, এখানে সরকার busy বিরোধী দলকে দমাতে, আর বিরোধী দল busy নিজের আখের গোছাতে...জনগন বাশ খেয়ে যাবে চিরন্তন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




