না দেখা তোমায়
তোমার ঠোঁটের লাল লিপস্টিক দেখেছি,
দেখা হয়নি তোমার ভিতরের ঝরে পরা টকটকে লাল রক্ত।
তোমার কালোকেশ উড্ডয়ন দেখেছি,
দেখা হয়নি তোমার পায়ের মোটা শিকল।
অফিস শেষে বাসায় গিয়ে তোমায় কর্মহীন দেখি,
দেখা হয়না তোমার সারা দিনের কাজের তালিকায় কতো শতো ব্যস্ততা।
বাসায় ফেরা মাএ দৌড়ে এসে ব্যাগটা নিতে দেখি,
দেখা হয়না তোমার কোলে রক্ত মাংসের... বাকিটুকু পড়ুন
৩ টি
মন্তব্য ৯৮ বার পঠিত ০

