বর্তমান সময়ে একজন মানুষের দু'বেলা খেয়ে একটা মাথা গোজার ঠাই পেতে ৩০০০ টাকা কি কোন অর্থের মধ্যে পড়ে???
তার উপর আমার দেশের গার্মেন্টসের ভাই-বোনেরা অমানুষিক পরিশ্রম করে এর চেয়েও কম অর্থে একটা পুরো পরিবার নিয়ে বেঁচে রয়েছে।।।
তাদের কাছে ৩০০০ টাকা কিছু না হলেও একটু'তো ভালো!!!
কিন্তু এই অর্থও নাকি বেশি হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকদের কাছে।।
পূজীবাদী ঔ শুয়োরগুলো কতো অর্থ পেলে খুঁশি হয়???
ছেলে-মেয়েদের জন্য আলাদা গাড়ি।।। বিলাসবহুল বিদেশ যাত্রা সবকিছুতে খুব আয়েসী!!
কিন্তু শ্রমিকদের দুটো ভালোভাবে ভাত খাওয়াটো কি তাদের কাছে খুব দু:খের হয়ে যায়!!!
৩০০০ টাকা একজন শ্রমিকের পরিবারের জন্য কি স্বচ্ছলতা আনবে???
যদিও কয়েকদিন শ্রমিকরা ৫০০০ টাকা নূন্যতম মজুরী দাবি করে আসছিল।।
কিন্তু ঐ পূজীবাদীগুলোর সঙ্গে কি পারে সরকার??
৪০০০ টাকা নুন্যতম মজুরী করার এবটা পরিকল্পনা থাকলেও মালিকদের অমতে তা ভেস্তে যায়।।
সুতরাং টাকার কাছে হেরে যায় মানবতা,, আর'তো সরকার।।
জানিনা শ্রমিকদের তৃণমুল পর্যায়ে এই মজুরি কিভাবে গ্রহন করেছে।।
তবে আজ মজুরি বোর্ডের সভায় উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা ৩০০০ টাকা মেনে নিয়েছে।।
জানিনা ওরা কি টাকা খেয়ে রাজী হলো কিনা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



