আনিসুল হককে একজন যোগ্য আইনজীবী ভাবতাম।।
বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার প্রধান কৌশলি হিসেবে তার একটা বিশেষ মর্যাদা রয়েছে।।
কিন্তু আজ শালায় কি বললো!!!
জামায়াতি রাজাকার গুলোরে ধইরা ট্রাইবুনালে উঠানো বলে আইন সম্মত হয়নি!!!!
একাত্তরে তারা কি খুব আইনসম্মতভবে হত্যাকান্ড করেছিল তাহলে!!!
Click This Link
ঐসব ভন্ডদের কারনে বারবার রাজাকারগুলো পার পেয়ে গেছে,,,তলে তলে না আর কত ষড়যন্ত্র হইতেছে!!!
এরআগে ঐ ট্রাইবুনালের প্রধান মতিনকে নিয়ে ছাত্র সংঘের সম্পর্ক নিয়ে নাটক যুদ্ধাপরাধীদের বিচারকেই হুমকীর মুখে ফেলে দিয়েছিল।।
সরকার কি তার নিয়োগ দিয়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে??
দয়া করে অনুরোধ করছি ঐ সব আনিসুল হক মার্কা ভন্ডরা দীর্ঘ প্রতিক্ষিত এই বিচার সম্পর্কে বিভ্রান্তি ছড়াবেননা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



