সাম্প্রতিক সময়ে ব্লগ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফের ""ব্লগ পর্নোগ্রাফিতে পরিনত হচ্ছে"" শীর্ষক বক্তব্যটি বেশ আলোচিত হচ্ছে।।।
এখানে দুটি প্রত্যয় জড়িত
১) ব্লগ ও
২) পর্নোগ্রাফি।
যেহেতু বক্তব্যে উপরোক্ত দুটি বিষয়ে তুলনা সংক্রান্ত ধারনাটি প্রাধান্য পেয়েছ।।
তাই ধরে নিতে মন্ত্রী যেমন সাম্প্রতিক সময়ের ব্লগ নিয়ে গবেষনারত ও নিয়মিত চোখ রাখেন ,, একই সঙ্গে সাম্প্রতিক সময়ের পর্নোগ্রাফি সম্পর্কেও ধারনা রাখছেন!!!!
হয়তো উত্তেজিত হবার জন্য পর্নোগ্রাফি দেখার পাশাপাশি ব্লগ দেখেও গরম হয়ে নেন!!!
মন্ত্রীত্বের রদবদলে আবার না তার জন্য "পর্নোগ্রাফি মন্ত্রনালয়" খোলা হয়!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



