বাংলাদেশ ব্যাংক আর কত নতুন নতুন টাকার নোট বের করবে??
তাছাড়া নোট গুলো বের করাও বেশ ব্যয়সাধ্য, সময়সাপেক্ষ।
তাই বলে তো আর মানুষ বসে থাকার পাত্র নয়।!!!
তাছাড়া আমাদের দেশের মানুষ ক্রিয়েটিভ আর দারুন ব্যবসায়িক ।
এবং প্রয়োজনের সময় বাঙালীর বুদ্ধি খুবই স্মোথ হয় !!!!!!!
না হয় কেউ কি কখনো জানতো যে,
"চকলেট" এমন এক অর্থনৈতিক মুদ্রা হবে যা ১ টাকার পরিবর্তে আপনাকে গ্রহন করতে হবে কিন্তু এই "চকলেট" দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না।
আপনার কি এই জাতীয় মুদ্রার সাথে পরিচয় হয়েছে ???
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১২ রাত ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



