somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

গান শুনুন মন ভালো রাখুন।

আমার পরিসংখ্যান

লিরিকস
quote icon
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

২০০ শত তম পোস্ট, ৯৮ টি সুন্দর গানের সংকলন ও কিছু অজানা কথা।

লিখেছেন লিরিকস, ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৪





এটা আমার দুইশত তম পোস্ট। খুব ভালো লাগছে ২০০ টা পোস্ট দিতে পেরে। ১৯৭ টা খুব সুন্দর গান আছে আমার এই ব্লগে। কিছু কথা আপনাদের লিখতে ইচ্ছা করছে। কিছু তথ্যও হতে পারে।



ইচ্ছা

ইচ্ছা ছিল হাজার হাজার বাংলা গান দিয়ে ভরে ফেলব, গানে সঠিক তথ্য থাকবে। সামু হবে বাংলা গানের... বাকিটুকু পড়ুন

৬৩ টি মন্তব্য      ৩২৩১৬ বার পঠিত     ১৬ like!

ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ - পার্থ বড়ুয়া

লিখেছেন লিরিকস, ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২



একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়ার,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে..
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।।
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা.....

তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা,
থমকে যাই হয় মনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৪০৯ বার পঠিত     like!

সেই তুমি (চলো বদলে যাই)- আইয়ুব বাচ্চু

লিখেছেন লিরিকস, ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩





সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে ... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৫৮৯৫১ বার পঠিত     like!

দ্বিধা (বাহির বলে দূরে থাকুক)- হাবিব ও ন্যান্সি

লিখেছেন লিরিকস, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬



বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।

ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই।

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৮৫১২ বার পঠিত     like!

চল চল চল - নজরুল গীতি

লিখেছেন লিরিকস, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩



চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কান
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৫৪৭৯ বার পঠিত     like!

তোমাকে চাই - কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

লিখেছেন লিরিকস, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪



প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই,

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই,

বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই।

কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৩৫০ বার পঠিত     like!

তুমি নাই - মাইলস

লিখেছেন লিরিকস, ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১



খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি কোথায়,

তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়
গোধূলির ঐ শেষ সীমানায়
অজানা কোন আশায়
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার,

তুমি নাই
তুমি নাই তাই জীবনটা ভরা যে
শূন্যতায়

তুমি নাই
তুমি নাই তাই একাকি জীবনে
খুঁজে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৯৩৯ বার পঠিত     like!

এক জীবন (তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়) - শহীদ, শুভমিতা ব্যাণার্জী

লিখেছেন লিরিকস, ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪



তুমি আমি কাছাকাছি আছি বলে,
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।।

তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই।।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়।।

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৬৪৮১ বার পঠিত     like!

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও - শচীন দেব বর্মন

লিখেছেন লিরিকস, ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২





ও ও বাঁশী,

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

বাঁশী আল্লাহ’র দোহায়

এই পরানের বিনিময় তোমার পরাণ দিও বাঁশী

আল্লাহ’র দোহায়। ... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৩৪৬ বার পঠিত     like!

নয়ন তোমারে পায় না দেখিতে - রবীন্দ্র সংগীত

লিখেছেন লিরিকস, ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪



নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ৫৬৬১ বার পঠিত     like!

আমি দেখতে পেলাম তারে - পলবাশা সিদ্দীকি (আমাদের গানচিল ভাইয়ার লেখা মিষ্টি একটি গান)

লিখেছেন লিরিকস, ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯



আমি দেখতে পেলাম তারে
বহুদিন ধরে খুঁজেছি যারে
কত শহর ও বন্দরে
ভাবিনি সে নিজেই এসে ফেলবে ছায়া
আমার মনের আরশীনগরে !!

নাগালের কাছে থেকেও যেজন
সারাক্ষন ঘুরে ফিরে
অন্ধ আমি কোনদিন ও তারে
দেখিনি নয়ন ভরে
তার ধ্বনি আজ শুনালো আমায়
এ কোন গানের সুরে !!

চিরচেনা ছবিখানি ছিল এতদিন
পড়ে থেকে অচেনা
কুড়িয়ে তাকে বুকে নিলাম
ছিল সে যেথায় অজানা
একটু শীতল পরশ... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৯৩২ বার পঠিত     like!

বায়স্কোপ (তোমার বাড়ির রঙ্গের মেলায়) - দলছুট

লিখেছেন লিরিকস, ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০



তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ১২৬২০ বার পঠিত     like!

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা - দেশের গান

লিখেছেন লিরিকস, ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫





ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৮৬৪৫৬ বার পঠিত     like!

ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা - রবীন্দ্র সংগীত

লিখেছেন লিরিকস, ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩



ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৬৬৪০ বার পঠিত     like!

ভালবাসি তাই ভালবেসে যাই - পালবাসা সিদ্দিক

লিখেছেন লিরিকস, ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭



ভালবাসার আকাশ
এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল,
স্নিগ্ধ সকাল তার প্রতিক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়,
লালচে সন্ধার সেই মায়াবী সুখ,
এই জ্যোৎস্না রাতে
হাত রেখে হাতে
হেঁটে চলা বহু দূর,

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে
নিশ্চুপ গভীর মায়ায় ॥

আমি দুহাত ভরে মায়াবী
অজস্র ভালবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে
ভালবাসি তাই... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৫৮৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫৭১৫৬৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ