(১)
বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছি, খুঁজে যাচ্ছি গল্পের প্লট হঠাৎ চিন্তায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে । মা গিয়ে দরজাটা খুলল আর আমি আবার চিন্তার ঘরে বন্দি হলাম । আবার বাধা পড়ল মার উচ্চ কন্ঠে । আমার মা সাধারণত উচ্চস্বরে কথা বলে না । বেপারটা বুঝার জন্য ড্রয়িং রুমে গেলাম । দেখি বেস স্মাট দুটো ছেলে মেয়ে বসে আছে , তারা আমার মাকে কোন বেপারে কনভিন্স করার চেষ্টা করছে। আগ্রহ নিয়ে বসলাম । মার কাছে ব্যার্থ হয়ে মেয়েটা মিষ্টি করে হাসি দিয়ে আমাকে বোঝানো শুরু করল । মুদ্দা কথা যা দাড়াল তা হল তারা কিছু বিদেশি বই বাজারের চেয়ে কম মূলে বিক্রি করতে এসেছে । মার ধমকে আমার হুস হল । তোমার কাছে কি বই গুলো নেই ? আছে । তাহলে ? আমি তখন বললাম “ দেখুন আপু আমার কাছে এর অনেক গুলো বই ই আছে । বাকি গুলো আসলে আমার দরকার নেই । মেয়েটি হেসে হেসে বলল “ ভাইয়া বই কি কোন দিন অদরকারি হয় ? নেন না একটা ।” মা আমাকে ধমক দিয়ে ভিতরের রুমে পাঠিয়ে দিল । ছেলে মেয়ে দুটোকেও বিদায় করল । মা বিরবির করতে করতে তার রুমে চলে গেল । পরে অবশ্য জানতে পারলাম আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির কাছে তারা ২০০০টার বই বিক্রি করে গেছে । আন্টি বাসায় একা থাকে , তার ছেলে থাকে বিদেশে । আন্টিকে যখন জিজ্ঞাসা করলাম কিনলেন কেন ? কি করব বাবা আমি না করতে পারিনি , কি সুন্দর করে কথা বলছিল। অথছ এই আন্টি বাজারে আলুর কেজি এক টাকা কমানোর জন্য রীতিমত ঝগড়া বাধিয়ে দেয় ।
(২)
বন্ধুর কোচিংয়ে ক্লাস নিয়ে অফিস রুমে এসে দেখি ছোটখাট জটলা । ভাবলাম কোর অভিভাবক বোধয় তার সন্তান ভর্তি করাতে এসেছে । বসার পর বুঝলাম আসল বেপার টা । ঐ বই বিক্রেতার দল এসেছে বই বিক্রি করতে , তবে এরা আমার অপরিচিত । আমার বাসায় যারা গিয়েছিল এরা তারা না । আমি বসে খুব মনোযোগ দিয়ে আমার বন্ধু আর বই বিক্রেতার কথোপকথন শুনছি
ভাই খুব কম দামে Encyclopaedia Britannica দিচ্ছি।
লাগবে না । আমার মোবাইলে Encyclopaedia Britannica আছে ?
তাতে কি ভাইয়া ? বইয়ে যে সুবিধা তা কি মোবাইলে পাবেন ?
আমার মোবাইলে সার্চ দেয়া যায় , আমার যে information দরকার তা আমি সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে বের করতে পারি । যা আপনার এই মোটা বই থেকে বোধয় সম্ভব না। আপনারে এ বইতে কি সার্চ অপশন আছে ?
না ।
যে দিন সার্চ অপশন দিতে পারবেন সেই দিন আইসেন আমি এক কপি নিব,কথা দিচ্ছি ।
ছেলে মেয়ে দুটো ঘর থেকে বের হবার পর পরই হাসির রোল উঠল ।
১৯-০৮-২০১৩
আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


