অপরূপ সুন্দর!!!!!
দূরে ভারতের মেঘালয় পাহার যেন শুধুই কাছে টানে।
গাছগুলো বাচে কিভাবে?
যেন ান্য কোথাও নয় , সুন্দরবন।
ঢেউ দেখতে ভালই লাগে।
একই সাথে অকাজের ৫ টা ব্রিজ।
বাংলাদেশের সীমান্ত এলাকা।
আছে বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, বিশাল বড় শনির হাওর, মাইট্টার হাওর। ওেককটার মহত্ব এেকক রকম. টাঙ্গুয়ার পািন এেকবােরই স্বচ্ছ, পািনর িনচ পিরস্কার েদখা যায়। মাইট্টার হাোর িবশাল বড়। ২ টা হাোেরর মাঝামািঝ আছে অদ্ভিত ৫ টা অকােজর িব্রজ।
আছে ভারত এর বিশাল চুনা পাথরেরর পাহার, অনেক জীবাশ্বের পাহার।
পণ্য আমদানীর ২ টি পয়েন্ট।
আেরকটা ছোট্ট নদী পাশে ভারতের বিশাল পাহাড়, জাফলং এর মত সুন্দর, মাঝে মনে হয় তার খেকে সুন্দর।
যাবার পথ-
ঢাকা থেকে সুসামগন্জ,
একমাত্র ভাল উপায় শ্যামলী পরিবহন। সময় লাগবে ৭-৮ ঘন্টা। ভাড়া নেবে জন প্রতি ৩৩০ টাকা। ---
কারও যাওয়ার ইচ্ছা থাকলে বলবেন, পথ বলে দিব।
এটা আমার প্রথম পোষ্ট বলে, ভয়ইইইইইই পচ্ছি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



