বাংলােদেেশর এক সীমান্ত এলাকা সুনামগন্জ, অার বড়ছারা, েটেকরঘাট দুিট সীমান্ত অামদানী প েয়ন্ট। এখান িদেয় ভারত থেেক অােস কয়লা অার চুনা পাথর। অােগ ফটো দেখুন, তারপেরে যাওয়ার উপায়।
প্রথমে সুরমা পার হতে হবে।
মোটরসাইকেল ভাড়া নিতে হবে, আসা যাওয়া বাবদ (প্রায়)৫০০ টাকা নেবে।
নৌকায় করে মোটর সাইকেলসহ পার হতে হবে।
আরেকটা বড় নদী , এখান থেকে বালি তোলা হয় নির্বিগ্নে।
দেখতে জাফলং থেকেও সুন্দর।(আমার কাছে মনে হলো)।
পাথর সংগ্রহ সাধারন ঘটনা।
সীমানা, আমদানী পয়েন্ট।
পানির ছোট ছরা। ভারত থেকে অল্প পরিসানে পানি আসে।
উচ্ছাসে উল্লাসে দীর্ঘ সময়।
শুধুই সবুজ ঐ সীমান্তে।
তারপর ফিরে আসা।
ঢাকা থেকে সুনামগন্জের দুরত্ব প্রায় ৩৫০ কি.মি। ঢাকা থেবে আসতে সময় লাগবে ৭ ঘন্টা।ভাড়া নিবে ৩৩০ টাকা। সুনামগন্জে এক রাত থেকে পরের দিন যেতে হতে হবে টুরে। স্পটে যেতে সময় লাগবে ২ ঘন্টা।সারাদিন ঘুরে বিকেল বেলা ফিরে আসা। চাইলে রাত্রে ফিরে যাওয়া যাবে ঢাকায়।
ঐ যায়গায় যেতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে।
[email protected]
মেয়েদের পক্ষে চ্যালেন্জিং, ছেলেরা ঘুরে আসতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



