আমরা জীবনে চলার পথে আনেক ভাল এবং অনেক খারাপ কাজ করে থাকি,এর মধ্যে অনেক কাজ হয়-
*নিজের স্বার্থের জন্য (মেঝে মেঝে অন্যের ক্ষতি করে হলে ও )।
*অনেক কাজ জীবনের তাড়নায়।
*অনেক কাজ লোক দেখানো।
*অনেক কাজ অন্যের উপকার করার জন্য করে থাকি(ইত্যাদি)।
জানতে মনচায় আমাদের ভাল কাজ কোনটি (ব্যাক্তিগতভাবে)।
আমার ক্ষেত্রে- আমার এক কাজিনের রক্তের জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। বিকেল ৪ টা থেকে মোটর সাইকেল দৌড়া দৌড়ি করে রত ৩.৩০ মিনিট নাগাদ রক্তসংগ্রহ করে দিতে পেরেছিলাম। [খারাপ কাজ পরে বলব!]
আমার ধারনা আপনাদের সবচেয়ে ভাল কাজ আমাদের সবার সাথে শেয়ার করলে আমাদের ভাল লাগবে।
অপেক্ষায় রইলাম মন্তব্যের জন্য।
আগাম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



