বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপের উদ্ভোদন দেখে আমি আনন্দে আত্বহারা।
বাংলাদেশ দেখিয়ে দিলো সুযোগ পেলে বাংলাদেশও এই রকম আর্ন্তজাতিক মানের অনুষ্টান আয়োজন করতে পারে।
আজকের বিউটিফুল বাংলাদেশ অংশটুকু সবচেয়ে সুন্দর এবং এর ফল বাংলােদশ দীর্ঘদিন পাবে।
আর সবচেয়ে মজা পেয়েছি বাংলা মাল গুলোর টাল হয়ে যাওয়া বক্তব্যে।
১/ বিসিবি র মাথা লোটাস কামাল: সাড়ে তিনশত পঞ্চাশ কোটি টাকার অনুমোদনে এই অনুষ্টান আয়োজন করেছে!!!!
২/ আবুললললললললললল মাল : আই সি বি র মাথা লোটাস কামালকে ধন্যবাদ জানিয়েেছন!!!
৩/ আর আমাদের পি. এম: সবশেষে তিনি ২০০১ ক্রিকেট বিশ্বকাপের উদ্ভোধন ঘোষনা করেন!!!
এতো আমাদের মাথা গুলো থেকে বের হওয়া ব্যফক মজা।
হাসতেই আছি!!!!
তবে আয়োজকদের ধন্যবাদ এই সফল অনুষ্টান আয়োজনের জন্য। আর বিশেষ ধন্যবাদ বিউটিফুল বাংলাদেশের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



