গত মাসে ফাইনাল পরিক্ষা দিলাম, EEE থেকে (প্রাইভেট ভার্সিটি) ।এখন বেকার বইসা রইছি।প্রজেক্ট করতেছি।এখনো কাজ শেষ করতে পারি নাই।কালকে ফাইনাল ডিফেন্স।ডিফেন্স এর জন্য সময় বাড়াইয়া আনতে হবে ।অনেক ভয়ে আছি,যদি ৬ মাস পিছাইয়া দেয়?দুয়া কইরেন যাতে ১ মাস পরেই আবার ডিফেন্স এর সময় দেয়।
চাকরি করার ইচ্ছা ছিল।কিন্তু চাকরি পাই না।কত ভাই বেরাদররে কইলাম কিন্তু কাম হয় না।চাকরি না পেয়ে ভাবলাম ইন্টার্নী করব তাও ম্যানেজ করতে পারি না।কত জনরে কইলাম মাগনা ইন্টার্নী করুম,তাও ভাত নাই।কষ্টে আছি।
EEE থেকে পাস করলে নেটওয়ার্কিং ও সিকুরিটি আমার খুব পছন্দের বিষয়।CCNA ও করছি কিন্তু এখনো ভেন্ডর পরিক্ষা দেওয়া হয় নাই।১ মাস পরেই দিব আশা রাখি।
নেটওয়ার্কিং এর চাকরি বা ইন্টার্নী করার আশা ছিল কিন্তু কিছু কপালে নাই।তাই ভাবলাম আরো কিছু কোর্স করি।AIUB থেকে CEH করতে চাইছলাম,তাই ভাইয়াকে গিয়ে বললাম।ভাইয়া দিল আরেক ভেজাল বাধাইয়া।ভাইয়া কয় দেশে আর কিছু করতে হবে না বাইরে যা মানে বিদেশ চলে যা।
বড় ভাই অস্ট্রেলিয়া যাইতে কয়।আমি কিছু বুঝতেছি না কি করব।আমার এখনি বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না ।৩ বা ৪ বছর পর চাকরি করে computer and network security তে মাস্টার্স করার ইচ্ছা ছিল।এখন সব প্যাচ লেগে গেছে বাইরে যাইতেই হবে।ভাইয়ার আদেশ।না করার উপায় নাই।
এখন অস্ট্রেলিয়ায় কোন ভার্সিটিতে computer and network security ভাল হবে,আপনাদের জানা থাকলে পরামর্শ দিবেন।এই বিষয়ে
অস্ট্রেলিয়ায় কেউ পড়াশুনা করলে আমাকে একটু সাহায্য কইরেন।অনেক হতাশার মধ্যে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





