শান্তি নেই, তুমি চলে যাবে তাই
একমুঠো ঘুম নেই,
আছ শুধু ঘোর অন্ধকার
''আছে শুধু ঘোর অন্ধকার''
নির্জনতার হাহাকার।
এ পৃথিবী চলে যেতে চাই
তবুও সে যায় নাই;
আমাদের ফেলে আমাদের মায়াই।
তবে তুমি কেন চলে যেতে চাইছ!
বুঝিছি আবার, বুঝিনি অবুঝ মন।
জানি বয়স বেড়েছে তোমার
আজগের নারীদের মতন।
ঝরা বকুল চোখে যারা জেনেগাছে পারুলকে
তারাতো পায়নিক শান্তি !
তেমনি আমিতো ওদের দলে
তবে কেন এই ভ্রান্তি।
আজগের যুবকেরা কেন বোঝেনি
প্রেম ভালোবাসা দেয়নিক শান্তি।
তবুও প্রেম চলে এ পৃথিবীর পরে
চলবে চলবে যতদিন
থাকবেনা--শান্তি
তাইতো আজ শান্তি নেই
আজ চোখে ঘুম নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




