স্বপ্ন ছিল একা থাকা
গন্তব্যের হাওয়ায় ভেসে।
তোমার ক্ষুদামন নরম পরশমাখা,
পেজা তুলোর হাওয়ায় ভেসে
নিয়েছ তোমাতে আমায়। য়েমন
করে ঝরণা মহোনায় মেশে। হাতে হাত
পাশাপাশি মিশি কত পথ চলা।
কথা ছিল যাবেনা ফেরানো চোখ, কথা বলা।
চোখে চোখ রেখে বুঝে নেব সব !
একা থাকতে দাওনি, হলোনা একাকি চলা।
তোমার হযেছে কি লাভ ??
মিছে কষ্ট ছাড়া। সেইতো চলে গেলে
অন্য ভেলায় চড়ে। জানতে চাও,
কেমন আছি (!) নর্দমার মশা-মাছি
আর দাড় কাক।
ডাস্টবিনে বসে থাকা একটি দাড় কাক
উপমা দেতে পারছিনা এর বেশি।
তুমি জানো, আমি বুঝি
কল্পনায় খুজি, একটি কুতসিত কালো দাড় কাক।
সঙ্গিভুলে যে খোজেনা নতুন সঙ্গি;
মাইরি বলছি পেতে নয়, দেখতে !
প্রয়োজন হলে নির্বাসনে যাব।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




