এসো স্বপ্ন খুজি-
স্বপ্ন সাজাই ভালোবাসার
স্বপ্নের রং মেখে হংস বলাকার ন্যায়,
দূর দিগম্বর কোন এক গোধুলী সন্ধায়
বাসা খুজি শ্বেত পাহাড়ের গায়।
এসো স্বপ্ন দেখায়-
চন্দ্র চূড়ায় মেঘের কাছাকাছি
তুমি আর আমি সামনে পিছনে নয়
ঠিক পাশাপাশি! রবেনা সংশয়।
মরুভূমির ঝড় আর চৈত্রের ঝরাপাতায়
ভালোবাসার স্বপ্নের নীড় সাজাই।
এসো স্বপ্ন বুনি-
তোমার ডানায় আমার ডানা
একই বিশ্বাসের সুর বলতে মানা
থাকবেনা পিছুটান
আমি তুমি মিলে, হিসাব নিকাশ ভুলে।
শুধু ভালোবাসি নয়নে, মুখ মুখি পানে।
পড়ে নেব ঠোঁটের না বলা কথা!
খুজে নেব সুখের শিকড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




