সে ছিল বক্ষে.....সারারাত...
জোস্নাস্নাত রাত, শিশির ভেজা সারারাত।
চারটি থেমে থাকা চোখ!
রাত জাগা অপলক।
রাতের কালো, জোনাকির আলো।
অন্ধকারে পথ পাওয়া, সত্যি ভালো।
সে আছে বক্ষে.....সারাদিন...
রোদ্রদ্বিপ্ত দিনে, মেঘভাঙ্গা বৃষ্টিতে সারাদিন।
এক মুঠো সাদা বিশ্বাস!
মিলে জীবনের দাড়ি, কমা, স্পেস।
দিনের আলো, জোনাকির কালো।
আপনাকে খালি করা, সত্যি ভালো।
সে আছে বক্ষে.....সময়ে অসময়ে...
কাছে টানে প্রেমের যৌনতার আবেশে।
সময়ে হাসে, অসময়ে কাঁদে।
নিশিদিন ঐ কামিনী।
সময়ে কাঁদে, অসময়ে হাসে।
ভালোবেসে ঐ রমনী।
ভালোবাসার ঢেউয়ে সুর স্রতা প্রেম বয়ে যায়।
সুরের মাতম লাগে জীবন পাতায়।
ওষ্ঠে তার চুম্বনের শুশ্রুষার আদর।
মত্ত প্রেমের উন্মাদনায় করে সর্বদা অস্থির।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




