আসসালামুআলাইকুম অরহমাতুললাহি অবারকাতুহু, আশকরি সবাই ভালো আছেন।
আললাহ তাআলা সবকিছুর মালিক। তিনি আমাদের বানানেওয়ালা রব। তিনি আমাদের চিন্তা করার ক্ষমতা দিয়েছেন । চোখ দিয়েছেন, চোখে দেখার ক্ষমতা দিয়েছেন। হাত দিয়েছেন , হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছেন। পা দিয়েছেন , পা দিয়ে হাটার ক্ষমতা দিয়েছেন।
এমনি ভাবে আল্লাহ সুব্হানুহুওতাআলা হাজারও নিয়ামত আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন , তোমরা যদি আমার প্রদত্ত নিয়ামত গুনা শুরু করো তবে তা শেষ করতে পারবা না
আমরা যদি আমাদের শরীর নিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারবো কতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




