
যদি আমার এই লেখাটা বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কেউ পৌছে দিত। তবে বলতাম আমরা হারিনি।
আর সমর্থন এর কথা বললে বলব, আমরা তোমাদের পাশে ছিলাম, পাশে আছি।
তোমরা কাদলে আমরা তোমাদের কাছে পাইনা, যে সান্তনা দিব। বলব, না তোমরা হারোনি। তোমরা আমাদের ভালবাসা জিতেছ। ১৬ কোটি মানুষ আজ কেদেছে,কাপ হারার জন্য না। আমার মনে হয় তারা কেদেছে তোমাদের হাসি মুখটা দেখতে না পাওয়ার হতাশায়। তারা কেদেছে, তোমাদের এত পরিশ্রম বৃথা যায়নি এটা তোমাদের কাছে না পৌছাতে পারার বেদনায়। আমরা এশিয়া কাপ দেশে রাখতে পারিনি কিন্তু একদিন সময় আসবে, যেদিন আমাদের পারফরমেন্সে বিশ্ব কাপ এদেশে আসতে বাধ্য হবে। সেদিন তোমাদের রুখবে কে।


আর সকল সমর্থকদের বলি , দয়া করে কাউকে গালি দিবেন না। মাঠের বাইরে থেকে অনেক কিছুই বলা যায়। মাঠে যারা থাকে তারা কম চেষ্টা করে না আপনাদের জিতানোর জন্য। আজ দেখলাম শুধু আমাদের ১৬ কোটি মানুষ কে খুশি দেখার জন্য ১১ জন কত চেষ্টায় না করল। এটাই কি অনেক না?
ধন্যবাদ তোমাদের সাকিব, মুশফিক, তামিম, নাজমুল..................
তোমরা জিত আর হার! আমরা জানি তোমারা জিতেছ। তোমারা আমাদের যে সম্মানের আসনে নিয়ে গেছ তার জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ।
কিছু মূহর্ত যা কখন ভোলার নয়...

এই মূহর্তটির কথা চিন্তা করুন...


বি সিবি প্রেসিডেন্ট সাবধান...।।



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ রাত ২:৫৪