কে তুমি কি তোমার পরিচয় কোথায় তোমার বসবাস কি ছিলে তুমি, কোথায় তোমাকে যেতে হবে ভুলে গেছ তুমি ?জবাব আছে তোমার কাছে তুমি বিএনপি,আওয়ামীলিগ,জাপা,না জামাত শিবির ,না তুমি এদের কেউ নয় তুমি মুসলিম ভুলে গেছ এই সত্যটা ভুলে গেছ তোমাকে একদিন কবরে যেতে হবে ভুলে গেছ তোমাকে আল্লাহর কাঠ গড়ায় দাড়াতে হবে এবং জীবনের সকল হিসাব না দেয়া পর্যন্ত তোমাকে এক বিন্দু পরিমান নড়তে দেয়া হবেনা ।যদি ভুলে থাক তবে মনে রাখ ইসলামে ৫ টি রূকন রয়েছে যার একটি রূকন অবিস্শাষ করবে সে ইসলাম থেকে বাহির যাবে তাকে আর মুসলিম বলা যাবেনা তাকে আমরা মুরতাদ বলে থাকি ।তুমি মুসলমান হয়েছ কালিমা পড়েছ ব্যাস এতটুকু তোমার কাজ নয় এই কালিমা পড়েই তোমার জান্নাতে যাওয়ার জন্য যতেষ্ট নয় ।যা নিচের হাদিস দারা স্পষ্ট ভাবে বুঝা যায়। হযরত নু,মান ইবনে বাশির রাঃ থেকে বর্ণীত রাসুল সাঃ বলেন যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেয় এবং যারা অসৎ কাজে লিপ্ত তাদের উপমা ঐ সমস্ত লোকদের ন্যায় যারা একটি জাহাজে হতবুদ্ধি হয়ে যায় ।অতপর কিছু উপরের এবং কিছু নিচের লোকেরা আক্রান্ত হয়।যারা নিচে ছিল তাদের কাছে যখন পানি পৌছে যায় তারা উপরের লোকদের যেয়ে বলে আমরা যদি আমাদের নসিবের কারনে ডুবে যায় তাহলে আমাদের উপরের ভাইদের কষ্ট দিবনা ।এখন যদি উপরের লোকেরা তাদের ছেরে দেয় তাদের ইচ্ছার উপর তাহলে সবাই ডুবে যাবে আর যদি তাদের বাধা দেয় তাহলে সবাই মুক্তি পেয়ে যাবে ।আজ শুধু বাংলাদেশ কেন সারা বিশ্ব আক্রান্ত এই ভাইরাসে হে মুসলিম তুমি ভুলে গেছ লুত আঃ সা,মুদ আ,দ জাতির কথা তাদের কিভাবে ধ্বংস করেছিল আল্লাহ তায়ালা তুমি কি ভুলে গেছ ফিরাউন নমরুদের ও আবু লাহাবের কথা তারা নবীদের সাথে বেআদবী করার ফল কি হয়েছিল ভুলে গেলে আবার স্বরন কর কেননা স্বরন মু,মিনের জন্য উপকারি ।সকল মানুষ ইসলাম ধর্মের উপর জন্ম গ্রহন করে কিন্তূ তাদের মা বাবার কারনে কেউ খীষ্টান হিন্দু ইহুদি হয় এবং পরিবেশের কারনে তারা ইসলাম থেকে বিচ্ছীন্ন হয়ে যায় তবে যখন কোন বিপদে পরে তখন তার সেই ঈমান ফিরে আসে কেননা আল্লাহ পাক্ বলেন সূরা লুকমানে যখন মানুষকে সমূদ্রের ডেউ ছায়ার মত আচ্ছন্ন করে নেয় তারা তখন আল্লাহকে মনে প্রানে ডাকতে থাকে সেই ধর্মের সাথে যেই ধর্মের উপর সে জন্ম গ্রহন করে ছিল ।তাই আমি সেই সমস্ত মুসলিমদের বলব যেই ধর্ম তুমি পালন কর সেই ধর্মের উপর আঘাত আনছে কিছু লোক সমাজ আর তুমি তা চুপচাপ দাড়িয়ে আছ তোমার রব তোমাকে কখনো ক্ষমা করবেনা । সামন্য সাধারন মানুষের উপর কেউ কটুক্তি করলে তোমার গায়ে লাগে অতচ তোমার সৃষ্টী কর্তাকে তোমার প্রিয় নবীকে কটুক্তি করে তুমি জাগ্র্রত হতে পারনা কেন জাগ গর্জে উঠ সেই ওমরের মত আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করু. আমিন
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



