আজকে মনটা খুব খারাব কিচ্ছু ভাল লাগছেনা কি করবো বুঝতে পারতেছিনা ।আমার অনেক আশা ছিল দেশের জন্য কিছু করার দেশের মানুষের জন্য কিছু করার ,কিন্তু এখন দেখতেছি কিছুই করতে পারবনা ।আসলে বুঝতে পারতেছিনা আমি কি বোকা নাকি দেশের মানুষ সব কিছু বুঝে ও না বুঝার ভান করে বোকা সেজে আছে ।দিনের পর দিন আমাদের দেশের মানুষদেরকে বোকা বানিয়ে তাদের বিশ্বাস নিয়ে খেলা করছে কিছু নামধারি মুসলমান ও জনগনের সেবক নামে পরিচিত ,তাদের যেভাবে ইচ্ছা দেশকে নিজের মালিকানা মনে করে অপব্যবহার করছে, কেন? দেশটা কি তাদের একার তাদের টাকায় কি দেশ চালানো হচ্ছে ?আজকে তারা নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা চালিয়ে দেশকে পাতালপুরিতে নি্যে যাওয়ার ব্যবস্তা করছে,কিছু বলতে গেলে বাক স্বাধীনতা কেড়ে নেও্য়া হয় কেন?আজকে স্বাধীনতা বলে জোড় গলায় আওয়াজ দিয়ে নিজেরাই মানুষদের পরাধিনতার শিকল পড়াচ্ছে ।আমরা কি পারবনা সেই পরাধিনতার শিকল ভেঙ্গে ফিরে আসতে ,কেউ কি আবার সাড়া দিবেনা স্বাধীনতার শ্লোগাণে ,আজকে তারা এই বাংলার মানুষকে যেভাবে পারে খেলাচ্ছে ,চোখের সামনে সত্যি ঘটনাকে অস্বীকার করছে ।আজকে রেশমার ঘটনাটাই যাছাই করুন ,কি করতে পারেনা তারা আজকে সংসদ কে তারা দেশ পরিচালনার কাজে ব্যবহার করছে নাকি দলের ক্ষমতার জন্য সংসদ পরিচালিত হচ্ছে ,যে যা পারে একে অপরের ঝাল মেটাচ্ছে ।ধর্ ভাই মায়ের হাতটা ধর্ ,দেখ তোমার পানেই চেয়ে আছে চাতক পাখি হয়ে ,ফিরিয়ে দিওনা মাকে ভাই একটু দয়া কর,ধর ভাই মায়ের হাতটা ধর ।
আলোচিত ব্লগ
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।