যদি সম্ভব হত

লিখেছেন তানভির মুস্তফা রুদ্র, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪

যদি সম্ভব হত,
আমি তোমার জীবনটা চাইতাম।
যদি সম্ভব হত,
তাহলে হয়ত তোমার যৌবনটাও চাইতাম।
ভোরে তোমাকে জাগাতে না পারলে -
ক্ষমা চাইতাম।
তবে রাতে ঘুম পাড়াতে হয়ত ভুল হত না।
তোমার প্রতিটা মুহুর্তে আমি
থাকতে পারতাম না জানি।
আমার প্রতিটা মুহুর্তে তোমাকে চাইতাম।
যদি কখনো সম্ভব হত,
তোমাকে চাইতাম,
চাইতেই থাকতাম।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!