somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

আমার জেলা নড়াইল ও মাশরাফি

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবগঙ্গা, মধুমতি, কাজলা, চিত্রা বিধৌত ছোট্ট শহর নড়াইল। শান্ত নদী চিত্রার মত এখানকার মানুষগুলোও সহজ সরল ও আবেগী। দেশের একটি ক্ষুদ্র জেলা হলেও এখানে গুনি মানুষের অভাব নেই। তাই  শিল্পী এসএম সুলতান একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব হলেও কখনোই খ্যাতির মোহে এই শহর ছেড়ে যাননি। তার রঙ তুলিতে নড়াইলের রোগা কৃষকদের এঁকেছেন মাসেলম্যান হিসাবে, শিল্পীর ব্যাখ্যা  ছিল,
-'যে কৃষক এত পরিশ্রম করে মাটির বুক চিরে ফসল ফলাতে পারে সেতো এত রোগা হতে পারে না'
তাই শিল্পী সব ছবিতে বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী কৃষককে দেখা যায়।

শিল্পী সুলতান ছাড়াও এই নড়াইলে জন্মেছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ,পণ্ডিত রবী সংকর,উদয় সংকর(উপমহাদের অন্যতম শ্রেষ্ঠ নৃত্য শিল্পী) চারণ কবি মোসলেম বয়াতী, কবিয়াল বিজয় সরকার,উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত, সৈয়দ নওশের আলী(শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রী সভার একজন মন্ত্রী) নুর জালাল (তেভাগা আন্দোলনের মধ্যমণি) কমল দাশ গুপ্ত(নজরুল সংগীতের নির্ধারিত সুরকার, শিল্পি ফিরোজা বেগমের স্বামী, ব্যান্ড শিল্পি হামিন শাফিন আহম্মেদের বাবা),অমল কৃষ্ণ সোম, শুভ্রা মুখার্জী (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী) এবং ১৬ কোটি মানুষের নয়নের মনি মাশরাফি বিন মূর্তজা।

এবারের নির্বাচনে দেশের সবচেয়ে আলোচিত আসন হচ্ছে নড়াইল -২। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন নড়াইলের ধুলোবালি গায়ে মেখে বেড়ে ওঠা মাশরাফি বিন মোর্তুজা। এই মানুষটা নড়াইলের জন্য অন্তপ্রাণ, সুযোগ পেলেই ছুটে যান প্রিয় শহর নড়াইলে। নড়াইলে মাশরাফির বাড়ির দরজা সবার জন্য উন্মুক্ত, প্রতিদিন হাজারো মানুষ তার বাড়িতে আসেন দেখা করার জন্য, মাশরাফিও তার পরিবার কখনোই বিরক্ত হন না,সবার সাথে দেখা করেন হাসিমুখে।

মাশরাফির ভাই মোরসালিন বিন মোর্তজার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় গত ১৮ বছরে মাশরাফি তার ব্যাংকে গচ্ছিত টাকা থেকে এক টাকাও সুদ গ্রহণ করেন নি। তার ছেলেবেলার অস্বচ্ছলতা বন্ধুদের বেশ কয়েকজনকে নিজ খরচে দোকান করে দিয়েছেন।  গত বিপিএল এ রংপুর রাইডার্সের দেওয়া ৪কোটির টাকার গাড়ি ফিরিয়ে দিয়ে নড়াইল সদর হাসপাতালের জন্য দুটি এম্বুলেন্স নিয়েছিলেন যা আমাদের সবারই জানা। মাশরাফি নড়াইলে আন্তর্জাতিক মানের থাইরোকেয়ার ডায়াগনস্টিক সেন্টার চালু করেছেন যেখানে ৪০০ প্রকার টেষ্ট করানো যাবে ৫০% ডিসকাউন্টে। তিনি ২০০ বিদ্যুৎবিহীন পরিবারের শিক্ষার্থীদের জন্য সোলার ল্যাম্পের ব্যবস্থা করেছেন। নড়াইল শহর এবং লোহাগড়া পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য ২৪ লাখ টাকা ব্যায়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন নিজ খরচে। এছাড়া নড়াইলকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ৬৫ লাখ টাকা ব্যয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এলাকার উঠতি তরুণদের ফুটবল, ক্রিকেট, ভলিবলের প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া একটি জীম তৈরির জন্য ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি নড়াইলকে পরিচ্ছন্ন রাখতে দেড়শো ডাস্টবিন স্থাপন করেছেন। তিনটি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা চুড়ান্ত করেছেন। তাছাড়া নড়াইলকে ফুলের শহর হিসাবে গড়ে তুলতে বিভিন্ন স্কুল, কলেজগুলোতে ফুলগাছ ও অন্যান্য সৌন্দর্যবর্ধক গাছ রোপন করে চলেছেন। সর্বশেষ এক হাজার দরিদ্র কৃষকের মধ্যে ৫টন উন্নত জাতের জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ করেছেন। আর এ কাজগুলো তিনি করে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে।

মাশরাফির নির্বাচনে জয়ের সম্ভবনাঃ

নড়াইল ২ আসন থেকে ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী খশরুজ্জান জয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাদের শিকদার বিএনপি প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করে। ১৯৯৬ সালের ১২ই জুন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী শরীফ খশরুজ্জামান বিজয়ী হন। ২০০১ সালে এই আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করেন এবং বিজয়ী হন অবশ্য শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বানে বিএনপির শরীক দল থেকে মুফতি শহিদুল ইসলাম জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে আবার আওয়ামীলীগ প্রার্থী  ব্রিগেডিয়ার আবু বাকের জয়ী হন। ২০১৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামীলীগ তার শরীক দল ওয়ার্কার্স পার্টিকে আসনটি ছেড়ে দেয় এবং শেখ হাফিজুর রহমান সংসদ নির্বাচিত হন।

এই আসনে ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনেও বিএনপি জিততে পারেনি, এই আসনে শুধুমাত্র ২০০১ সালে শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনে বিএনপির শরীকদল জয়লাভ করে।

জনগণ বার বার এই আসনে আওয়ামীলীগকে বিজয়ী করলেও এখানকার সংসদ সদস্যরা কেউই জনগনের প্রত্যাশা পূরণ করতে পারেন নি । তাই এবার নড়াইলবাসী মাশরাফি কে নিয়ে আশায় বুক বেধেছে স্বাধীনতার ৪৭ বছর পর তারা এবার সত্যিকারের নেতা পেয়েছে।

বিঃদ্রঃ তথ্যগুলো নড়াইলের বিভিন্ন ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে নিজের মত করে লেখা।

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×