গান! গান!! গান!!!
আরো একটি গান জন্ম নিল কিছু অপদার্থের ঔরসে.........কোন ধরনের গান গাওয়ার যোগ্যতা না থাকার পরও যে একের পর এক গান গাওয়া যায় তা দেখার জন্য এখন আর কষ্ট করে এটিএন বাংলা খুলতে হবে না......... আমরাই একের পর এক গান media-fire এর কোলে তুলে দিচ্ছি.........
সেই প্রকল্পের অংশ হিসেবে একটা প্রায় autobiography ধরনের গান করলাম............গানের নাম...... "এটা একটা খেই হারানো গান"
অতএব নাম দেখে অনুমান করেই নিজ দায়িত্বে গান শোনার অনুরোধ রইল......
গানটা এই খানে
"খেই হারানো গান"
এটা একটা খেই হারানো গান
এ গানের গায়কদের সুরে ছিল ঘাটতি,
তোরা তো গান ছাড়া অন্য কিছুও পারতি,
তবু কেন গিটার নিয়ে দিয়ে দিলি হেঁড়ে গলায় টান
এটা একটা খেই হারানো গান।
বাবা-মা পাঠিয়েছিল করতে পড়াশোনা
সেসব গেল চুলোয় শুরু হল গান বোনা
তাও যদি জাতের হতো
শুনত কয়েক কান।
কিন্তু এটা খেই হারানো গান।
এ গানের কথায় ওগো
নেইতো বাহাদুরি,
আমরা হলাম সরল মানুষ
করছি না সুর চুরি।
তবু যদি এ গান শুনে
জুড়ায় তোমার প্রাণ,
হোক না এটা খেই হারানো গান।
কথাঃ তুষণ
সুরঃ ফাইজুস, তুষণ
ভোকালঃ ফাইজুস, তুষণ, প্রতীক
পারকাশনঃ অনিমেষ
গিটারঃ প্রতীক
বাঁশিঃ ফাইজুস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




