গণতন্ত্রের জনক (১৬ তম ইউ এস প্রেসিডেন্ট) আব্রাহাম লিংকন যদি আজ বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে গণতন্ত্রের বেহাল অবস্থা দেখে কি মন্তব্য করতেন ভাবুন তো একবার.....!!!
বিমানবন্দরে নামলেন জন আব্রাহাম লিংকন, ঢাকার আকাশে কটকটে রোদ। হাঁটু পর্যন্ত উচু বুট জুতার ভেতরে প্যান্টের নিচের অংশ গোঁজা। রোদের তেজে মার্কিন প্রেসিডেন্টের লাল গাল আরো টকটকে হয়ে উঠলো। হাতের মোটা বইটির চামড়ার কভারে বড় হরফে লেখা ‘ডেমোক্রেসি’। শুকনো শরীরের লম্বা গলা বাড়িয়ে সিএনজিচালিত অটোরিকশায় উঠলেন গণতন্ত্রের জনক। চালককে বললেন, ‘গো টু পল্টন’।
বাংলাদেশে নতুন ধারার এক গণতন্ত্রের ঘূর্ণি বইছে খবর পেয়ে লিংকন সাহেব আর বসে থাকতে পারেননি। নতুন গণতন্ত্রের পাঠ নিতে চলে এসেছেন হাজার মাইল পাড়ি দিয়ে। এখানকার গণতন্ত্র নাকি উদ্ধার হয় পল্টনে। ওয়াশিংটনে বসেই শুনেছেন সে কথা।
এই অসাধারণ রম্য রচনার বাকি অংশ পড়ার জন্য লিংকটি নিচে উল্লেখ করা হল.....
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




