ভ্রান্তি
কিছু আষাড়ে গল্প শুনছিলাম,
নদীর সাথে পাহাড়ের কিংবা বারান্দায় দাঁড়ানো একা কিশোরের-
ঝুম দুপুরে তখন সকাল ডুবে গেছে,
গাংচিল উড়ছে অলস।
তখন অপেক্ষা কেবল সুর্যাস্তের,
পাতানো সুখে দুখ ভোলানোর,
না মানুষী বনে মন হারানোর,
আর তার শ্রীচরণে সুর খোয়ানোর।
না পাওয়া সুখ হারাবার ভয়ে তখন বিকেল নেমে গেছে,
আদুরে কিশোরীর ঘুম ভেঙ্গে গেছে,
ভাঙ্গা দেয়ালে বসা ছেলেটার চোখ ভরে গেছে,
কেননা... বাকিটুকু পড়ুন
১৪ টি
মন্তব্য ১৯৪ বার পঠিত ৫