
রাজাকার কুত্তা লৌড়ানি খাইছে
শীতকালে রোদ তো ভালোই লাগার কথা। কিন্তু এতো ধুলা যে হাঁচি দিতে দিতে কাহিল অবস্থা। এর মধ্যে আবার বাড়ি ফেরার পথে দেখি ডাস্টবীনে নাড়িভুড়ি। এই খেয়ে কাক মরে যাচ্ছে। দুদিন পরে মানুষ মরবে নাড়িভুড়ির মালিকের গোস্ত খেয়ে। দিনকাল ভালো না। বাকিটুকু পড়ুন
ঘুমের সমস্যাটা মিটছেই না। বেকার মানুষের ঘুম ভোর বেলা। অথচ সেই সময় ঘুমানো প্রায়ই কঠিণ হয়ে দাড়ায়। কিছুদিন চেষ্টা করেছি রাত ১১ টায় রিল্যাক্সন খেয়ে শুয়ে পড়তে। লাভ হয় নি। বাকিটুকু পড়ুন
এ বছর খুব গরম পড়েছিল। শীত সেই অনুপাতে পড়ে নি। মর্নিং ওয়াক করি। ফেরার পথে ক্রিকেট খেলা দেখি। প্র্যাকটিস দেখে এমনিতে ভালোই লাগে। সেদিন একছেলের বোলিংআ্যাকশান ভালোলাগলো না। একেবারেই কন্ট্রোলড না। ভাবলাম এগিয়ে গিয়ে ধমক দেই পরে কি ভেবে থেমে গেলাম। উঠতি বোলারদের কর্তব্য প্র্যাকটিসের পাশাপাশি বেশি বেশী করে শ্রেষ্ঠ... বাকিটুকু পড়ুন
অনেক দিন আসি নাই। কারা কারা যেন নাই। আবার একসাথে অনেক নতুন লোক। একটু আগে চা ওয়ালারে ধমক দিয়া মন খারাপ। বললাম চায়ে ওভালটিন না দিয়া লিকারটা একটু ঠিক মতো বানাইলেই তো হয়। পরে মনে হইল খামাখা এগুলি বইলা কি লাভ। ছেলেটা অসহায় মতো তাকাইয়া ছিল। তারপর আরো একটা চা... বাকিটুকু পড়ুন
কি করবো বুঝতে পারছি না। কিছু কি করা দরকার? কেনো? বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে ছেড়ে দিন। উনি সকলের মতোই আরও এক কুতুব। নতুন কেউ নন। তার চেয়ে আসুন ক্রিকেটের গল্প করি। বাকিটুকু পড়ুন
আচ্ছা বাংলাদেশের জন্যে কি ধরনের পীচ ভালো হয় ? আমার ব্যক্তিগত মতে ওয়েস্ট ইন্ডিজের মতো ফার্স্ট বোলিং উইকেট । তাতে হয়তো বাংলাদেশ আপাতত কিছু ম্যাচ হারতে পারে কিন্তু শেষ পর্যন্ত পেসার উঠবে । বাকিটুকু পড়ুন
1.সময়কে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করবেন না ।
2. অভাববোধই প্রয়োজনের উৎস ।
3. ডেল কার্নেগী, বাণী চিরন্তণী আর রিডার্স ডাইজেস্টের মতো টয়লেট টিস্যুএড়িয়ে চলুন । বদনা ব্যবহার করুন ।
বাকিটুকু পড়ুন
1.মাইরের ভয় থেকে কখনও মুক্ত হবেন না । যেকোন সময় ডান-বাম যেকোন দিক থেকে আঘাত আসতে পারে । তবে ব্লগ জাতীয় সংস্থায় আগে থেকে জানান দিয়ে কুলখানির খরচ বাঁচাতে পারেন ।
2. যতদুর সম্ভব চামে থাকুন ।
3. সুযোগ কাজে লাগান । হেলায় হারাবেন না ।
4. শিক্ষার মাধ্যম বিষয়ে সচেতন... বাকিটুকু পড়ুন
1.কণিকাকৃতির বটিকা সেবন থেকে করার আগে যাচাই করে নিন অথবা বাদ দিন।
2. অতিবিদ্যার ঝুঁকি নেবেন না । শর্ট সার্কিট হতে পারে ।
3. স এবং ছ এর অনাকাঙ্খিত ক্যাসলিং এড়িয়ে চলুন ।
4. বাকযন্ত্র চালু রাখুন । বাকিটুকু পড়ুন
1.তর্ক এড়িয়ে চলা বাদ দিন । প্রয়োজনে সেধে সেধে জড়ান ।
2. চালকের আলাদা দরজা নেই এরকম গাড়ি চালানো বাদ দিন ।
3. ঘরের দেওয়ালে ' নগদ পয়সা পেটে ভাত, বাকি দিলে মাথায় হাত ' পোস্টার টানান । বাকিটুকু পড়ুন
1.কোন বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করা থেকে বিরত থাকুন । এতে আপনার লৈঙ্গিক পরিচয় প্রশ্নের মুখে পড়তে পারে ।
2. যতদূর সম্ভব পাইরেটেড মাল পত্তর ব্যবহার করুন । সফটওয়্যার কিনে পয়সা নষ্ট করবেন না ।
3. ভারতকে ইনডিয়া এবং ক্রিকেট কে কৃকেট বলা থেকে বিরত থাকুন । বাকিটুকু পড়ুন