আমার প্রিয় ব্লগার ভাই বোন
সুপ্রভাত দুঃখিত আমি আজ দেখলাম ।গত দু দিন একটু বাস্ততায় কেটেছে কাল ফেবু তে দেখলাম ।
আমার ভাইয়ের আজ angiogram হচ্ছে তবুও এলাম মন আমার খুব খারাপ ।
শোনো মনি এসব কীট থাকবেই ,এরা তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে বিরক্ত করবে ।
এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ গুলো আমাদের ভালো ভাবে বাঁচতে দিতে চায়না ।
কিন্তূ এদের রুখতে হবে তার একটা পোস্ট ব্যান হয়েছে পরবর্তী পোস্ট তো দেবে সে তো ব্যান হয়নি ।
একে আমি ব্লক করছি আমার ওখানটায় যেনো আর লিখতে না পারে আর অন্য সব সহব্লগার দের বলছি ।
আপনি পুরুষ হন বা মেয়েই হন কেন এদের লেখায় কমেন্ট করতে যান বিরত থাকুন ।
কাউকে বকে গালাগাল দিলেই ঠিক হয়না ।কয়দিন পর পর এসব দেখে সত্যি আর আসতে ইচ্ছা হয়না ।
এই এক বছর পূর্তি তেই আমি সামু ছেড়ে দেব ভাবছি অহেতুক মানসুক টেনসন ।কিন্তূ কিছু ভালো লেখক
এসব লোকের জন্য লিখবে না আমরা এখানে থাকব না তা হয়না ।
আমি কর্ত্রীপক্ষ কে বলছি আপনাদের সদয় দৃষ্টি আমাদের সুস্থ ভাবে বাঁচতে সাহায্য করবে যে ব্যক্তি
মানুষকে সম্মান করতে জানে না সে মেয়েই হোক কি ছেলেই হোক সে তো এমন একটা সাইট এ লিখতে পড়েনা
আসে পাশে তাকালেই বুঝা যায় .।
সত্যি আমি আন্তরিক ভাবে দুঃখিত ........রেযুমনি আমি সত্যি ভালো নেই
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতেই হয় তোমাদের কি মা বোন নেই আমাদের কিছু বলার আগে তাদের দিকে একটু দেখো ।
খুশি হলাম কিন্তূ নিশ্চিন্ত হতে পারলাম না জেশান ভাই কারণ আবার ও ৩/৪ মাস পর আর একজন মাথা চাড়া দিয়ে উঠবে ।
আমি এতে মন্তব্য চাইনি শুধু কিছু কথা জানিয়ে গেলাম সবাই ভালো থাকি এই হোক প্রাথর্না ।পরম করুনাময় আমাদের সকলকে ভালো রাখুন .।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




