আবছা অস্পষ্ট কনে দেখা আলোয় প্রথম যেদিন দেখি
মনে হল যেন সসীম রাজার অসীম কোনো অপ্সরী।।
'হৃদয়ে বাজিল সুখের মত ব্যাথ্যা'
হঠাৎ কোথেকে উদিত হল ব্য়স্ক নারীর মাথা।।
ছেড়ে এলাম ওকে আমি চাইনিজ রেস্টুরেম্টের মাঝে
জোর অভিযান চলল তার পরিচয়ের খোজে।।
মোবাইল দিয়ে শুরু হল প্রেমের অমর কাহিনী
কি যেন বলতে গিয়েও ও বলতে পারেনি।।
কথা হল, দেখাও হল, মনে এখন হাহাকার
প্রেমের তরী ভেড়াতে গিয়ে ধাক্কা খেলাম আবার
প্রবাসী স্বামীর বউ এবং তিন বাচ্চার মাদার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




