অনেকদিন পর আশা করছি কিছু লিখব। কিন্তু লিখতে গিয়ে দেখি কিছুই মনে আসছে না।কি আর করা, আমার হঠা্ৎ মনে পড়ে গেল সেই দুই বন্ধুর কথা......
**** দুই বন্ধু বহুদিন থেকে আমেরিকা বসবাস করেন, তো এক রাতে তারা খুব নাম করা ক্লাবে গিয়ে হাজির, যেখানে কিনা সব চামচ গুলো সোনার , তো এক বন্ধু করল কি খাওয়া শেষে একটি চামচ লুকিয়ে কোটের পকেটে রেখে দিল। তাই দেখে ২য় বন্ধুটি একটু হাসল। যাহোক, এক সময় যাওয়ার জন্য উঠল এবং প্রধান হলে এসে ২য় বন্ধুটি ঘোষনা দিল সবার উদ্দেশ্যে " আপনারা কি ম্যাজিক দেখতে আগ্রহী" হল ভর্তি উল্লাস হ্যাঁ ........
- ঠিক আছে বলে সে একটি সোনার চামচ টেবিল খেকে নিয়ে তার পকেটে রাখল।
- "দেখলেন তো? এবার দেখুন এটি কোন পকেট থেকে বেরোয়"
বলে সে তার বন্ধুর পকেট থেকে চামচ বের করে টেবিলে রাখল।
হল ভরে গেল করতালিতে.......
আবাক ১ম বন্ধুসহ তারা প্রস্থান করল..
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



