দ্যাখ ছোকরা! ফোনের নামে বলি
আমি কিন্তু না ফোটা নই কলি
যখন তখন ঝাটকা, মন ছলি
মোবাইল দিলে , জলশূন্য নলি
খোঁজ পাবিনে, "ইমন কানা গলি" !
হুকুম দিলে একটুও নয় টলি
তোদের মতো ছারপোকাদের ডলি!
ঢের দেখলাম! ফুটা পাতিল তলি
তলা বিহীন ভিক্ষা চাওয়ার থলি।
সলতে জানিস? জন্ম থেকে জ্বলি
প্রেম জোয়ারে পড়িলে প্যাঁক , পলি
সবুরে কি পাইবো মেওয়া ফলি? !!!!!
ঢাকা
2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



