কবিতার উপদ্রব

লিখেছেন রুদ্ধ, ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৯



কেওক্রাডং এর চূড়াতে
কবির রিমঝিম বৃষ্টিতে,
বলেছি তিমির নিশীথে
ভালোবাসার ব্যাপ্তিতে,
আমি কি বলি নি ?
নাকি তুমি শোনো নি ?




লিখেছি গল্প
দৈর্ঘ্য স্বল্প,
মম ব্যক্ত অল্প
বাকিতে তোমার কল্প,
আমি কি লিখি নি ?
নাকি তুমি পড়ো নি ?

জীবনানন্দের শব্দে নয়
মাইকেলের সনেটে নয়,
মম বিশ্রী সুরের তালে লয়
গেয়েছি গান দশেক নয়,
আমি কি গাই নি ?
নাকি তুমি ...?



বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯ বার পঠিত     like!