নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ছয়টি প্রেমাণুকাব্য

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৮


১)  সেই ভোরের ঝরে পড়া 
শিউলির গন্ধ নিতে গিয়ে
তোমার গন্ধ পেলাম। 
তোমার গন্ধের মাদকতায় তো
শুধু তোমাতেই হারাতে হয়;
নয়তো কি !   
    
২) লোকে লোকারণ্য ব্যস্ত শহরেও
বার বার ফিরে আসুক 
তোমার জন্য আমার প্রেম।
একবার, দুইবার, বহুবার! 
তুমুল কোলাহলেও প্রেম খুঁজে পাক
তার আপন ঠিকানা। 

৩) শরতের শেষ বেলায়ও 
শহর জুড়ে অবেলার প্রেমের মরশুম। 
ঠিক যেন বসন্তের প্রারম্ভ।
আমার অন্তর জুড়ে থাকুক 
পাঁচই সেপ্টেম্বর।   
  
৪) ভালোবাসা মিশে আছে তোমার স্পর্শে ;
তোমার দেওয়া তাজা মাধবীলতা গুচ্ছে।        
প্রেম মিশে থাকুক চায়ের কাপে
অথবা তোমার দেওয়া শুকনো গোলাপে। 

৫) ফুরিয়ে আসছে অবেলার 
কৃষ্ণচূড়ার মৌসুমও।
দ্বিধা নেই।
আসছে বছর আবারও আমরা রঙিন হবো। 

৬) ভালোবাসা সেই অপ্রেমিকের তরে,
যে হাতটি ধরে;
আমায় জড়িয়ে ধরে।
তারপর হারিয়ে যায় মরীচিকার মতো;  
অথবা শেষ হেমন্তের কুয়াশার মতো। 

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৬

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি ভাল হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৬

ইসিয়াক বলেছেন: চার নম্বরটা বেশি ভালো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই! :)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই! :)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০০

মিরোরডডল বলেছেন:




ভেসে যাক সবকিছু প্রেমের প্লাবনে!

সবগুলো কাব্য ভালোলাগার মতো কিন্তু বেশি ভালো লেগেছে এক, দুই আর ছয়।


১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ! :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: অণুকাব্যগুলো ভালো হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাই! :)

৬| ০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ২, ৫ ভাল লেগেছে।
৬-এর ৪ নম্বর লাইনে "মরীচিকা অথবা শেষ......" হলে চমৎকার লাগতো। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।
আশা করি কিছু মনে করেননি।
অনেক ভাল থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.