নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথের সৈনিক

রাঝপথ

রাজপথে আছি

রাঝপথ › বিস্তারিত পোস্টঃ

রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

মিছিলে হঠাৎ হঠাৎ সদ্য গোঁফ উঠা কিছু কিশোরের স্বপ্নালু চোখে চোখ আটকে যায়।আমি তাদের চোখে স্বপ্ন দেখি;আমার ফেলে আসা অতীত দেখি। এদের কেউ কেউ হয়ত আমারই মত কলেজ কিংবা স্যারের বাসার পড়া ফাঁকি দিয়ে মিছিলে চলে এসেছে। বুকে দ্রোহ নিয়ে কণ্ঠার রগ ফুলিয়ে স্লোগান দিচ্ছে,

"রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়"



আমি মমতা নিয়ে ছেলেগুলোর দিকে তাকাই কারণ অনেকটা পথ হেঁটে এসে জেনেছি হাজারটা রক্তের বন্যায়ও অন্যায় ভেসে যাবেনা।অনন্তকাল ধরে দুর্বল নির্যাতিত হবে,বিচার পাবেনা।চিরকাল প্রতিকারহীন শক্তরা অন্যায় করে পার পেয়ে যাবে,তাদের কিচ্ছুটি হবেনা।



ব্যাক্তিগত আলাপচারিতায় এদের অনেকেই অনেক সুন্দর সুন্দর স্বপ্নের কথা বলে।তাদের মুখে স্বপ্নগুলোর কথা শুনে কেমন জানি মায়া হয়।ইচ্ছে করে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেই;বলি,ভাইয়েরা রাজনীতি কর সমস্যা নেই কিন্তু যে ভুলটা আমি করেছি তার পুনরাবৃত্তি করনা।এই নষ্ট পৃথিবীতে এত সুন্দর করে স্বপ্ন দেখতে হয়না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.