স্বপ্ন
আমার স্বপ্নগুলোর আপমৃত্য দেখতে দেখতে আমি ক্লান্ত। সায়ীদ স্যার কেন যে বলেছিলেন- মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন দেখার আসুখে আক্রান্ত আমি আপাদমস্তক বিষাদের পরাবাস্তব আলোয় হাবিজাবি অনেক স্বপ্ন দেখে গেছি। না প্রাপ্তির বিলাসি আয়োজন আমার ঘর গেরস্ত ভাসিয়ে নিয়ে গেছে। ডুবিয়ে দিয়ে গেছে ডুবন্ত মানুষের শেষ খড়কুটো। এক সময়... বাকিটুকু পড়ুন

