১.
এই শহরেই তোমার আমার দেখা
দুজনেই সেদিন ছিলাম আগুন্তুক
জীবিকার টানে এই শহরে একা
কুরে কুরে খায় নির্বাসনের অসুখ।
২.
এই শহরটা আলোতে ঝলমলে
আমার বুকে খা খা করে দুপুর
এই শহরে হাজার জোনাক জ্বলে
আমায় টানে তোমার পায়ের নুপুর।
৩.
এই শহরটা ভীষণ রকম রঙ্গিন
ছোয় না তবু আলোক ছটা
দাবরে বেড়াই শহর রাস্তা দিন
তুমি ছাড়া ব্যর্থ আমার হাটা।
৪.
বিকাল হলে ডাকে জাদি পাহাড়
একলা বসে তো্মায় দেখি শহর
ভীন গায়েতে থাকে মনের আহার
তারে ভহারা আর কাটে না প্রহর।
৫.
কক্সবাজারে নির্বাসনে আছি
তবু মনের মাঝে তোমার জন্য ক্ষুধা
সাগরের জল বলে মেঘ হয়ে বাচি
জানে তা কবি নুরুল হুদা।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




