কল্পনা যখন বাস্তব।
পড়ন্ত বিকেলের ঝিরঝিরে বাতাসে ছায়াঢাকা পুকুড় পাড়ে একা আনমনা বসে স্বচ্ছ পানিতে মাছের খেলা দেখতে-দেখতে যা ভাবছিলাম ভালই লাগছিল। এমন সময় ডানা ঝাপটিয়ে উড়ন্ত একটি বক এসে পড়ল পুকুড় পাড়ে পানির কিনারে। সাদা ধবধবে বকটি দেখে মনে মনে তখন কল্পনা তথা আশার সঞ্চার হলো। আহা! বকটি যদি যে কোন উপায়ে... বাকিটুকু পড়ুন

