somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দৃষ্টিতে সামুর সেরা ১০ টি ব্লগ।।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগে বিভিন্ন ব্লগারের বিভিন্ন ক্যটাগরীতে সংকলন পোষ্ট পড়ে নিজেরো একটা
সংকলন পোষ্ট করতে ইচ্ছা হলো। কি টাইপের সংকলন করবো তা ভেবে চিন্তে
যা পারলাম তাই করলাম। আমি ব্লগে খুব একটা সময় দিতে পারছিনা আগেরমত
তাই যে সমস্ত পোষ্ট আমার দৃষ্টিতে এসেছে এবং খুব ভালো লেগেছে সেরকমই একটি
সংকলন করলাম। আশা করি সকলের ভালো লাগবে।

বছর দুয়েক আগের কথা। সামহ্যেয়ারিন ব্লগ ছিল তখন একটা জ্ঞান ভান্ডারের অন্যতম।
অনেক তুখোড় ব্লগারগন ব্লগিং করতেন। অপেক্ষা করতাম তাদের পোষ্টের জন্য… জানার আগ্রহটাই
এমন অস্হির করে তুলতো। তাদের লেখাগুলি থেকেই কয়েকটা পোষ্টের লিন্ক দিলাম আমার সংকলনে।

১. দূর্যোধন
দূর্যোধন সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখেনা। যারা দির্ঘদিন যাবৎ সামুতে ব্লগিং করছেন
তারা দূর্যোধনের তুখোড় প্রতিভার দেখা পেয়েছেন তার লেখণীর মাধ্যমে। তাঁর লেখা পড়ে অনেক অজানা
বিষয় জানতে পেরেছি এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি দূর্যোদা কে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুর্যোধন এখন সামুতে আসেননা বললেই চলে! কালে ভদ্রে এক-আধবার।
দূর্যদা কে আজো ভীষণ অণুভব করি।

ছড়িয়ে পড়েছে জাল ভোটার আইডি ; নির্বাচন কমিশন দৃষ্টি দেবেন কি ?

২. দাসত্ব।
অসাধারন একজন প্রতিবাদী লেখক ব্লগার দাসত্ব। তাঁর লেখণীর ক্ষুর ধার অসামান্য। তিনি রাজনৈতিক বিষয়াদী নিয়ে চমৎকার লেখেন এবং রাজনৈতিক ভবিষ্যৎবাণী তার লেখায় সুন্দরতম ভাবে ফুটিয়ে তোলেন।
দাসত্ব ভাই ব্লগিং করছেন চার বছরের অধিক সময় থেকে।
কিন্তু বর্তমানে তার লেখালেখিতে একটু ছন্দ-পতন লক্ষ্য করা যাচ্ছে। তিনি ব্লগে আগেরমত আর এক্টিভ নন।
পদ্মা সেতু নিয়ে একটি ভবিষ্যৎবানীঃ বাংলাদেশ বাবা আর দুইশ সাতষট্টি চোর

৩.তামিম ইবনে আমান।
তামিম ইবনে আমানের ব্লগিংয়ের বয়স খুব বেশী দিনের নয়। দু বছর+ হবে কিন্তু তার লেখণীতে
ছিল এক অন্যরকম স্পৃহা। তিনি প্রতিবাদী এবং অনেকটা ভবিষ্যত বিষয়ে লিখতে পারেন। এই ব্লগটিই
তার প্রমান। তিনি যখন জামদানী বিষয় নিয়ে ব্লগখানা লিখেছিলেন তখন হয়তো অনেকের মনেই বিষয়টিকে
হালকা মনে হয়েছিল। কিন্তু আজ সবাই বুঝতে পারছি জামদানীর মালিকানা এখন আর আমাদের হাতে নেই।
জামদানী এখন ভারতের মালিকানায় তা বিশ্ব দরবারে প্যটর্ন রেজিষ্ট্রেশনের বদৌলতে সব দেশই জানে।

জামদানী সম্পর্কে চমৎকার একটি লেখা প্রথম নজরে আসে তামিম ইবনে আমানের লেখায় তারপর অনেকেই
বিষয়টি নিয়ে লিখেছিলেন। একটি পোষ্ট মডারেটরগন ষ্টিকিও করেছিলেন কিন্তু তামিম ইবনে আমানের পোষ্টখানা ষ্টিকিতে স্হান পায়নি!!.. অথচ আমার বিবেচনায় পোষ্টখানা তখনকার প্রেক্ষাপটে ষ্টিকির উপযুক্ত
অবশ্যই ছিল।
তামিম ভাই দির্ঘদিন ধরে ব্লগ বিমুখ!! তার লেখা আর আসেনা সামুর হোমে কিংবা আমার মত যারা তামিম ইবনে আমানের লেখা পছন্দ করে তাদের অনুসারিত লিষ্টে!!...
আগামীতে যখন জামদানি শাড়ি, নকশী কাঁথা ব্যবহার করবেন, তখন মাথায় রাখবেন, আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করছেন


৪. চেয়ারম্যন০০৭
এককথায় যদি বলি তিনি কেমন মানুষ??...
জবাব একটাই ‘অসাধারন...’
যেমনি তার প্রাণবন্ত রম্য তেমনি সহ ব্লগারদের পোষ্টে চেয়ারম্যন০০৭ এর মন্তব্য পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত।
তিনি নতুন ব্লগারদের পোষ্ট পড়তেন এবং উৎসাহ দেবার জন্য মজার মজার মন্তব্য করতেন।
দুঃখের বিষয় হচ্ছে চেয়ারম্যন সাহেব ব্লগে প্রায় আসেনইনা।
হুজুর যখন চেয়ারম্যানের কবলে

৫. ঘুড্ডির পাইলট।
সামুর আরেকজন রম্য লেখকের নাম নাবললেই নয় তিনি হচ্ছেন আমাদের ঘুড্ডির পাইলট ভাই। তার লেখা রম্য এত ভালো গাগতো যে অপেক্ষা করতাম কবে কখন ঘুড্ডির পাইলট পোষ্ট করবেন।
তিনি সাধারনত বরিশালের আন্ঞ্চলিক ভাষায় রম্য লিখতেন...
চমৎকার তার লেখার চরিত্র এবং বাক্য-বিন্যাস।

ঘুড্ডির পাইলট কিভাবে হইলাম শুনেন।আর ঘুড্ডির পাইলটের ব্যার্থতার ইতিহাস।

৬. রেজোওয়ানা।
অসাধারন একজন ব্লগার রেজোওয়ানা আপু। তিনি অনেক বিষয়ে লিখতে পারেন। লেখালেখিতে তিনি একজন প্রতিভাবান নারী যার লেখা পড়ে মুগ্ধ নাহয়ে পারা যায়না। তিনি সাধারনত আমাদের হারিয়ে যাওয়া আর্টস বিষয়টিকে সহজ এবং সুন্দরতরভাবে উপস্হাপন করে থাকেন যা নাপড়লে উপলব্ধি করা যায়না।
রেজোওয়ানা আপুও আগেরমত এখন আর ব্লগে আসেননা!!..


সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়!

৭. মিজানুর রহমান মিলন।
মিজানুর রহমান মিলন ভাই একজন চমৎকার মানুষ। বিশেষ করে আর্ন্তজাতিক রাজনীতি বিষয়ে রয়েছে তার বিশাল জ্ঞান-ভান্ডার।
সহজ সাবলীল ভাষায় তথ্য প্রমানাদীর ভিত্তিতে তিনি লিখে যাচ্ছেন একের পর একটি ব্লগ। লেখাগুলি এত ভালো লাগে যে না পড়লে বোঝা মুশকিল।
মিজানুর রহমান মিলন ভাই মূলত একজন ফিজিক্সের ষ্টুডেন্ট ছিলেন দেশের একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তিনি সায়েন্স বিষয়েও চমৎকার লেখেন। সিরিয়া বিষয় নিয়ে তিনি ৩ টি ব্লগ লিখেছেন। লেখা তিনটি পড়লে আপনি জানতে পারবেন সিরিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য।
ষড়যন্ত্রের বেড়াজালে সিরিয়া ( ৩য় পর্ব)

৮. মাক্স।
সামুতে অনেক গল্পকার আছেন। বিভিন্নজনের বিভিন্ন ধরনের লেখা পছন্দ। গল্পের জগতে মাক্স একটি ব্যকিত্রমধর্মী নাম। তার লেখা গল্প এত চমৎকার যা নাপড়লে উপলব্ধি করা মুশকিল। লেখার মধ্য সুন্দরভাবে বাক্য বিন্যাস যা আপনাকে বিমোহিত করবে। আর কখন গল্প শেষ হয়ে যাবে তা বুঝতেও পারবেননা!! যেন পেশাদারীত্বের হাতের ছোঁয়া....
ডেথ সেনটেন্স


৯. মুশাসি
ব্লগার মুশাসি এমন একজন মানুষ যাকে ভালো না লেগে উপায় থাকেনা।
যেমনি সুন্দর তার কথা বার্তা এবং আচরন তেমনি তার লেখণী শক্তি যা বিশাল একটি ঘটনাকে ছোট্ট আঙিকে অর্থাৎ মাত্র কয়েক লাইনে শেষ করতে পারেন। এমন লেখক আমি খুবই কম দেখেছি। আর মানবিক সাহায্যর বিষয়ে মুশাসি ভায়ের তুলনা নেই। ইভেন্ট করে হলে হলে টাকা তুলে নিঃস্ব মানুষের চিকিৎসার টাকা যোগান দেন আমাদের মুশাসি ভাই।
মাস্ট রীড: আসুন এক অজানা ইতিহাস জানি, এক অবহেলিত বীরকে চিনি


১০. আমি বাধঁনহারা।
সামুতে অনেক কবি আছেন। চমৎকার চমৎকার কবিতা লেখেন।
তেমনি একজন প্রচার বিমূখ কবি নাম তার ‘কবি বাঁধনহারা’
অপুর্ব বাক্য শৈলী মজবুত কবিতার বিষয়বস্তু সুন্দরভাবে উপস্হাপিত তার কবিতার ভাবাবেগ সত্যিই অসাধারন করেছে তার লেখা কবিতাগুলিকে। প্রতিবাদী কন্ঠস্বরে তার কবিতা......অসাধারন।
।।ওরে ধরার নিপীড়িত জনতা।।



শেষ কথাঃ______________________________
বিভিন্নজনের ভালোলাগার ধরন বিভিন্ন রকম। আমার কাছে যা ভালো লাগে তা যে সকলেরই ভালোলাগবে তা কিন্তু নয়। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে তাই লেখাগুলি যদি কারো ভালো লেগে যায় তাহলে স্বার্থক হবে এই সংকলন। আর যদি ভালো নাও লাগে তাহলে মূল্যবান মতামত দিয়ে বাধিত করবেন।।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭
২৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির গল্প, গল্পের ছবি

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×