somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

বোবারমুখ
quote icon
আমি একজন বোবা।যদিও মুখে বলতে পারি না,তবু আমার কলম তো বোবা নয়।তাই আমার কথা বলবে আমারই কলম।দয়া করে কেউ ফোন করে লজ্জ্বিত হবেন না।আমার ব্লগে আসার ও লেখাগুলো কষ্টকরে,ধর্য্য সহকারে পড়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।ধন্যবাদ!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমার জন্মভূমি

লিখেছেন বোবারমুখ, ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৩

আমার জন্মভূমি

কোথায় আছে এমন শোভা
আহা! কি যে মনলোভা
সবুজ চাদর ঢাকা,
মিঠা পানির বয় যে ধারা
মন করে দেয় বাঁধন হারা
কোন সে তুলির আঁকা।
ঘুম চেতনে এমনি দেশ
পাইনি কোথাও খুঁজে,
ধন্য জনম দুচোখ যেন
এই এখানেই বুজে॥
শীত গরমের মাঝের ছোঁয়া
দেহ শীতল হাওয়ায় ধোয়া
অন্ন ভরা বাটি,
ঠিক যেন এ মায়েরই কোল
আদর স্নেহের শাড়ীর আঁচল
মাটি শীতল পাটি,
এখন বুঝি সবাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

রক্তচূড়া

লিখেছেন বোবারমুখ, ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

নয়তো ফাগুন জ্বলছে আগুন
গ্রীষ্মে কেন এসে,
টকটকে লাল আর গোলাপী
সবুজ ডালে হেসে।
বোশেখ ঝড়ের বিষ্টি পেয়ে
জ্বলছে দ্বিগুণ তেজে,
সবুজ পাতার কচি ঠোঁটে
রক্ত লালে সেজে।
ভ্রমর কিংবা রাতের আঁধার
কালো রঙের জানি,
রক্ত রঙের ছাপ শাখাতে
কৃষ্ঞ কেমনে মানি।
লাল আগুনের শিখা যেন
শাখায় জ্বলে পুরা,
কৃষ্ঞ তা নয় নামটি দিলাম
আজকে রক্তচূড়া। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

বোশেখ আনে

লিখেছেন বোবারমুখ, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

বসন্ত শেষ গ্রীষ্ম আসে
বোশেখ বাহন করে,
সূয্যিমামার প্রচণ্ড রাগ
ঋতুরাজের পরে।
খাঁ খাঁ রোদে ঝলসে ফেলে
শুকিয়ে যায় পানি,
সকল জীবই চাতক পাখি
বিষ্টি হোক আসমানি।
গ্রাম্য ছেলে আর মেয়েরা
দল বেঁধে ব্যাঙ নিয়ে,
পাড়ায় ঘুরে বিষ্টি পেতে
দেয় যে ব্যাঙের বিয়ে।
গোমরামুখী মেঘ বোশেখে
ঈশান কোণে জমে,
গাছের পাতা আর নড়ে না
সব যেন থমথমে।
কৃষ্ঞ মেঘের রাগ ঝরাবে
ভাঙবে গাছের শাখা,
লণ্ড ভণ্ড করবে অনেক
ঝাপটিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

শুভ হোক বর্ষ

লিখেছেন বোবারমুখ, ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৯

বৈশাখ এলো এলো
দুখ ব্যথা সব ফেলো
অতীত স্মৃতি,
প্রাণে প্রাণ ছুঁয়ে যাক
বাঁধুক প্রীতি।
জীবনের প্রতি বাঁক
শান্তিতে ভরে যাক
নববর্ষের,
বন্ধ না হোক চাকা
উৎকর্ষের।
থাকবে না দুখী কেউ
সাহায্যের তুলে ঢেউ
শত্রু ও মিত্র,
এসো আঁকি নবরূপে
বাংলার চিত্র। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

ন্যায্য বিচার চাই

লিখেছেন বোবারমুখ, ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

একাত্তরে মুক্তি পাওয়া দেশ
রক্ত রঙের হয়নি খেলা শেষ
যে ক্ষমতায় বসতে পারে বেশ
বিরোধী হয় পূর্ণ হিংসার রেষ।
যুদ্ধে করে মুক্তিযোদ্ধা বাকি যারা আর
নারী পুরুষ সবাই কিরে হবে রাজাকার
দেশদ্রোহীদের শাস্তি হওয়া চাই
নির্দোষকে জুলুম করার পক্ষে নাই।
ন্যায়বিচারের পাক অধিকার অভিযুক্ত সবে
বিচার শেষে ন্যায়ের কেন প্রশ্ন আবার হবে
যে বিচারের পরে ওঠে প্রশ্ন হাজার জনের
বিচারক কি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

বিশ্বে সেরা

লিখেছেন বোবারমুখ, ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

দুই সতীনের ঝগড়া চলে
কে কাকে শেষ কী যে বলে
দূর থেকে তাই সারা,
থাকলে কাছে কেমন জানি
ছিড়তো কি চুল দুজন টানি
থাকতো চেয়ে কারা।
আম জনতার ভর করে কাঁধ
মিটায় মনের সবগুলো সাধ
দুজন মহারানী,
ক্ষমতার ঐ গদির যে লোভ
কতভাবে তাই ঝাড়ে ক্ষোভ
জনতার হয়রানি।
কেউ বলে দেশ বাবার গড়া
কেউবা স্বামীর হাতে ধরা
ভাগ পেয়েছে শেষে,
চাটুকারের দল যে কিছু
চলে সদাই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

সেইতো আপন

লিখেছেন বোবারমুখ, ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪

যে হয় আপন সবচে বেশি
তার স্মৃতিটা হূদে,
জেগেই থাকে যেমনি থাকি
জাগ্রত বা নিদে।
যেথায় ছিল উপস্থিতি
দুজনের একসাথে,
হঠাৎ গেলেও সেখান দিয়ে
হয় স্মৃতি হাতড়াতে।
কিংবা হঠাৎ মনে হয়ে
কান্না যদি আসে,
থাকলে কাছেই সৌধখানা
দাঁড়াই গিয়ে পাশে।
আর যদি না কাছাকাছি
যেতে কভু পারি,
স্মরণ করে দোয়া দরুদ
পাঠাতে মুখ নাড়ি।
ভুলে তো যায় সেই কেবল
যার ছিলে না আপন,
সামনে থেকে সরে গেলেই
দেয় জড়িয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

রেজাল্ট চাতক পাখি

লিখেছেন বোবারমুখ, ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

তোমরা যারা চাতক পাখি

তোমরা যারা ফলাফলের

চাতক পাখি সব,

মনে ভীষণ আশংকারা

হচ্ছে কি উদ্ভব।

দুহাত তুলে চাইছি সবার

ভালো ফলাফল, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

তৈরি থাকি

লিখেছেন বোবারমুখ, ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

তৈরি থাকি



এই এখানে মাথার উপর

নীল আকাশের ছাদে,

দেখবো বলে চাঁদকে মেঘে

ঘিরছে আঁধার ফাঁদে।

বন্ধুরা কেউ খবর দিলো ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

হূদ টেনে নেয়

লিখেছেন বোবারমুখ, ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

গল্প ছড়ার দুয়ার বাঁধা

তখন শুধু থাকে,

ছড়াকার আর গল্প লেখক

যতক্ষণ না ডাকে।

বন্দী করে রাখলে তবু

গল্প ছড়া এসে,

লেখক হূদের সাড়া পেলেই ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

মনকে চিনে মানুষ চিন

লিখেছেন বোবারমুখ, ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

মনটা যে কি?দেখতে কেমন?

কেউ কি পারো বলতে,

আঘাত কি তার কেউ দেখেছ?

কিংবা দুখে জ্বলতে?

কার ভালো মন তিক্ত কেবা?

বোঝা কি যায় দেখে?

হাসি খুশি কেউ তো থাকে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

হাজার স্বপন দেখি

লিখেছেন বোবারমুখ, ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

কলম হাতে প্রাণ ছোঁয়াতে

সেই তো পারে

মন মাঝে যার কৃতজ্ঞতার

ঘণ্টা নাড়ে।

ভাবনা যে তার আমি সবার

জন্য লেখি

এই দুচোখে হাজার লোকে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

কার ঘরে ঈদ

লিখেছেন বোবারমুখ, ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

চাঁদ হেসেছে ঈদ এসেছে

আজকে তারই ঘরে,

প্রতিবেশির জন্য যে জন

বুকটা মেলে ধরে।

সাধ্যমতে ভাগ করে নেয়

খুশি সমান ভাগে,

খবর রাখে কেউ যেন না ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

হতাশ কেন

লিখেছেন বোবারমুখ, ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:১০

সামনে যেতে চাই মনোবল

যে যা বলে বলতে থাক,

হিংসাগুনে পুড়ে ওদের

জীবন হয়ে যাক না খাক।

নিজের কথা বলতে পারো

দুঃখ সুখে পাও যাকে,

থাক না দূরে হূদয় যদি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

ঈদের খুশি ধরো

লিখেছেন বোবারমুখ, ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:০১

ঈদ এলে সব ব্যস্ত শুধু

আপন খুশি ধরতে,

প্রতিবেশি গরিব যে ভাই

থাকে আশা করতে।

যার আছে সে চায় যে আরো

নতুন আবার লাগবে,

গরিব ভাবে ঈদের দিনে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৬৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ