স্যার, পেচ্ছাপ কইরা আসি?

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়াকালীন বিপাস চন্দ্র সাহা আমার সহপাঠি ছিল। বিপাস মালপাড়া থাকত, কদাচিৎ পড়া শিখে আসত। প্রায় প্রতি পিরিয়ডেই ওর মূত্র বিসর্জনের বাসনা হতো; স্যাররা বলতেন, “বাহানা না করে, বসে থাক”। বেত্রহস্ত ভীষন-দর্শন অথচ কোমল-হৃদয় পণ্ডিত স্যার ততটা আমলে নিতেন না। অগত্যা তাঁর ক্লাসে নিয়মিতভাবে শোনা যেত,... বাকিটুকু পড়ুন


