আমার মা
আমি গ্রামের ছেলে, তবু বৃষ্টিকে দুর থেকে দেখি।
ক্লাস নাইনের স্মৃতি:
আমার বাড়ি স্কুল থেকে একটু দুরেই ছিল তবে গ্রামের বুকচিরে বয়ে যাওয়া আধাপাকা রাস্তা দিয়ে দৌড়ে এ লম্বা দুরত্ব পার হওয়া দারুন মজার ব্যপার ছিল। পথের সঙ্গি থাকত গাছের ছায়া, ফল, ফুল আর সীমা ছাড়ান দুষ্টামি ![]()
তেমনি একদিন ঘটনা, সেদিন স্কুল... বাকিটুকু পড়ুন

