somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমি ভালো নেই, তুমি ভালো আছো?

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

আমি একদম ভালো নেই,
ভেবেছিলাম তুমি বুঝে নিবে;
আমার রক্তশুন্য চেহারায় লাল রক্তাভ দু চোখ,
ফ্যাকাসে দৃষ্টি তুমি বুঝে নিবে।
আঙ্গুলে আঙ্গুলে জড়তার রেশে,
আমি ভালো নেই তুমি বুঝে নিবে।

আমি একদমই ভালো নেই, বুঝলে?
ঘোর বরষায় ভেজা দাঁড়কাক রাস্তার এপার ওপার।
পায়ের গোঁড়ালি, কব্জির ওখানটায় কাটা দাগ;
বিষন্ন বিকেলের মতন আমার আকাশ
সন্ধ্যায় যেন রক্ত ঝড়ে।
এইসব, এইসবই তো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪০৮ বার পঠিত     like!

'বৈশাখী বন্দনা-২'

লিখেছেন আমীন ইব্রাহীম, ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩

তোর চোখের কালো কাঁজল
আমার ভেতর ওলট পালট,
তোর লাল পাড়ের শাড়ী
আমার রক্ত কণার দাপট।

তোকেই কেবল বাসবো ভালো
হে বৈশাখী নারী,
একটু ছুঁয়ে দিস যদি তুই
সব করতে পারি।

ভুভুজেলার শব্দে তোর
কান ঝালা পালা,
তাল পাতার বাঁশী হবো
হবো বেলীর মালা।

সূর্যের আগুন জ্বলছে দ্বিগুন
ঘামছে তোর কায়া,
তপ্ত রোদের আলিঙ্গনে
হবো শ্যামল ছায়া।

মধ্য দুপুর, ঝর্ণা, পাহাড়
সন্ধী হলো যবে;
তোর ছোঁয়াতে আজকে আমি
শুদ্ধ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

নগরজীবন

লিখেছেন আমীন ইব্রাহীম, ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪

ইট কাঠ কংক্রিট
জীবনটা যান্ত্রিক,
কৃত্রিম আবেগের
হাতছানি সব দিক।

নিশ্বাষে নিশ্বাষে
বিষাক্ত হাহাকার,
বিশ্বাষে বীষ শ্বাসে
মুমুর্ষু চিৎকার।

অদ্ভূত লোকালয়
পিপিলিকা ব্যস্ত,
মানুষের সুখ সুখ
অভিনয় বেশ তো।

প্রেম প্রেম খেলাঘর
শান্ত অশান্ত,
ঘাত প্রতিঘাত মনে
যদি কেউ জানতো।

ভালোবাসা মার খায়
ভেঙ্গে যায় কত মন,
প্রদর্শনীতে মরে
বাঁচে মরে প্রতিক্ষন।

কেউ কারো নয় নয়
শুধু মেকি অভিনয়,
কেবল জিততে চেয়ে
নিয়মিত পরাজয়।।

অদ্ভূত মানবতা
হীমাগারে বন্দি,
নাগরিক নগরীর
সাদাকালো সন্ধী।।

১১-০৪-১৫ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

'ভালো থেকো'

লিখেছেন আমীন ইব্রাহীম, ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৪০



ভালো থেকো মেঘ
জড়িয়ে আবেগ
সুবাসীত ফুল
যদি হয় ভুল
তবে ভুলে যেও খুব,
থোকা থোকা বৃষ্টিতে
খুজবো স্বরূপ।

ভালো থেকো মেয়ে,
অবেলায় দূর থেকে
প্রেম হতে চেয়ে
যদি করে ফেলি ভুল;
ক্ষমা চাই অপরাধ
হতে পারে আহ্লাদ
দিও নাকো শূল।

ভালো থেকো বহুদূর
দূরে থাকা তারা,
ভালোবাসা নাই দাও
নাই দাও সাড়া;
নিষ্ঠুর পৃথিবীতে
কেউ কেউ মাঝ রাতে
লিখবে অবাক কথা
হারিয়ে দু কূল,
জলে ভাসা পদ্মের
মত কোন ফুল।।


রচনাকালঃ ০৮-০৩-২০১৫… বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

'প্রলাপ-৪'

লিখেছেন আমীন ইব্রাহীম, ৩১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৪৭

বৃষ্টি ও একটি মন খারাপের রাত;
কিছু অদ্ভুত চিন্তা ভাবনা,
কিছু পুরনো স্মৃতি,
আর একটি হেরে যাওয়ার গল্প।

সব মিলিয়ে আশ্চর্য্য এক মাদকতা,
ধোয়া ধোয়া শহর অথবা আমার কালো ঘর,
ভেজা কাক হতে চায় কিছু মিশ্র অনুভূতি
তোমার বুকে অন্য কারো নিঃশ্বাষ।

অনিয়ম যখন আকাশের কান্নায়
আমার তখন রাত করে বাড়ি ফেরা,
শিরায় উপশিরায় অবাধ্যতার উপেক্ষা
আর বোহেমিয়ান কিছু পঙ্ক্তির আস্ফালন।

তোমার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

'একটি প্রতিবাদ কাব্য ও ছয় টাকার ছাই'

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

অনাঘ্রাতা কোন বালিকার চোখে পড়াতে চাইনি রঙ্গিন চশমা।
তাই হয়তো আজ এই ভর অবেলায়,
অসময়ে বারবার ভেঙ্গে যায় মন;
অনুরোধ গুলো পুড়তে পুড়তে ছাই হয়
৬ টাকার অন্তরালে।

তুমি তো তুমি ই ছিলে,
তাই তুমি রয়ে গেলে;
আর আমি আমি হতে চেয়েও পারিনি,
পৃথক ভালোবাসার আস্ফালনে হারিয়েছি বহুদূর।
প্রাত্যাহিক ভুল গুলো শুধরাতে গিয়েও হেরে যাই বারবার।

তোমার ফাগুণে তুমি আরো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

'চুম্বন কাব্য'

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

চুমুর নেশায় বুঁদ হয়ে রয়
ইচ্ছে মাতাল মন,
সব চেতনা লোপ পেয়ে যায়
মোহের একটি ক্ষণ।

শেষ চুমুটা হয়ে গেল
দূর আকাশের তারা,
আকাশ ঘিরে মেঘের সাথে
বেশ জমেছে সাড়া।

মিথ্যে চুমু বর্নমালায়
আটকে কি আর থাকে?
ভালোবাসা সত্য হলে
খুঁজবে চুমু তাকে।

ঠোঁট ছুঁয়ে যায়, গাল ছুঁয়ে যায়,
মন ছুঁয়ে যায় আরো;
সত্য প্রেমে মিথ্যে চুমু
ক্যামনে দিতে পারো?

ছোঁয়াছুঁয়ি শেষ,
এবার হারিয়ে যাবে বেশ;
গ্রহণ লাগা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

'দ্বিতীয় আবেদন'

লিখেছেন আমীন ইব্রাহীম, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৩

এসো আর একবার

নতুন একটি নদী হই চলো,

জল হই বারবার দুজন দুজনার,

ভিজি প্রাত্যাহিক স্বপ্নের অনিয়ন্ত্রিত কাল্পনিক বৃষ্টিতে।

ভিজতে ভিজতে গড়ি নতুন স্বপ্ন,

দৃষ্টি জুড়ে সাজাই নতুন কল্পনা। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

'রক্তে দ্রবিভূত কষ্ট'

লিখেছেন আমীন ইব্রাহীম, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

এক খানা হৃদয়

এক খানা মন,

কষ্টের ধোয়ায় জ্বলে জ্বলে ক্ষয়ে

মিলেমিশে হয়েছে দ্রবণ।



দ্রবণে মিশেছে কত শত

সহস্র স্মৃতি, মুহুর্ত; ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

'ওড্ টু রিকশাওয়ালা'

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫

রিকশাওয়ালা রিকশা টানে

ক্রিং ক্রিং ক্রিং;

বেল বাজিয়ে, পা চালিয়ে

ঘুরিয়ে প্যাডেল রিং।



খুব সকালে, খুব বিকেলে

সন্ধ্যা নামি নামি; ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

আকাশ জুড়ে মন খারাপের বৃষ্টি

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

আজ আকাশের মন জুড়ে নেই সুখ;

সব পিছুটান ভুলে গিয়ে,

আকাশটা আজ বাঁধনহারা,

অনেক দূরে হারাতে উন্মুখ।



আজ আকাশের মনটা অনেক ভার;

অযত্ন আর অবহেলায় ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

'কনশাসলি কনফিউজড!'

লিখেছেন আমীন ইব্রাহীম, ৩১ শে মে, ২০১৪ রাত ১০:২১

বারবার উঁকি দেই

আছো নাকি নাই,

বারবার তাই বুঝি

তোমাকে হারাই।

অভিমানে দরোজার

সামনে দ্বাড়াই,

কড়াঘাত না করেই ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

'তুমি চলে যাবে বলতেই'

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

তুমি চলে যাবে বলতেই,

আকাশের বুক থেকে ঝড়ে পরা তারার মতন সুতীব্র আর্তনাদ;

অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বুকের ঠিক বাম পাশটায় ক্ষত সৃষ্টি করে।

স্তব্ধ হয়ে যেতে চাওয়া হৃদপিন্ড বুঝিয়ে দেয়;

তার অবস্থান ঠিক ওখানেই, যেখানে তুমি আছো।

আমার সব স্বপ্নগুলোও যেন সহসা মরে যেতে চায়,

তুমি চলে যাবে বলতেই।। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

'ইনসমনিয়া'

লিখেছেন আমীন ইব্রাহীম, ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

আজ তোমাদের ঘুম ফুরোনোর ভোরে।

একটুক্ষাণি ঘুমোতে চাই;

কোথায় গেলি, নিদ্রা দেবী, ওরে??



তোমরা যারা রোদের ফোঁটায়,

শুদ্ধ হবার স্নিগ্ধ আশায়;

জানলা খুলে, হাত বাড়াবে, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

'সন্ধ্যে-তারার কাব্য'

লিখেছেন আমীন ইব্রাহীম, ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২০

যখন সময় ফুরিয়ে যাবে তখন হবে বেলা,

পায়ে পায়ে শেষ হবে মোর নিত্য ভব-লীলা।

তখন তোমায় একটু ছোব,

ওই দু-চোখে তাঁকিয়ে রব;

ছলা কলার শেষ সীমানায় শুন্য মায়ার খেলা।

তখন সময় ফুরিয়ে যাবে যখন হবে বেলা।। ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৫৯৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ