somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার - কবি- লেখকের সাক্ষাৎকার পর্ব-১

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাক্ষাৎকারটিতে যারা যারা অংশ নিয়েছেন


ভ্রমরের ডানা (১)
ভ্রমরের ডানা (2)
জামিল কাউসার সুজন
মোঃ মাইদুল সরকার
ব্লগিং নাম : বাকপ্রবাস
সত্যপথিক শাইয়্যান
মিথী মারজান
হাফিজ রাহমান।
মনিরা সুলতানা
জাহিদ অনিক
উম্মে সায়মা
অনুপম ঘোষ
শায়মা
নাঈম জাহাঙ্গীর নয়ন
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
Suhani Bhattacharjee(নীলপরী)
Barnali
রোমেল আজিজ
শিখা রহমান










আপনার নাম ?
জামিল কাউসার সুজন
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
Not Submitted
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
দিতে
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
মারজুক রাসেল
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
হঠাৎ ইচ্ছে করে
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
সবকিছু
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
কোন পার্থক্য নাই
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
নীলাশা
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
বন্ধুর কাছ থেকে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
অন্তরায়
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
হ্যা। চেয়েছি। চাই
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
স্বাভাবিক ভাবে
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
মন ভালো হয়ে যায়
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কিছু পাই নি। না সহায়তা না গঞ্জনা
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অভিজ্ঞতা থাকলে ভালো,না থাকলেও লেখা যায়।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
হ্যা
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
পজিটিভ
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
Not answered
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হ্যা করি
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
না
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
না। কখনোই না।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
হ্যা
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
না নেই

========================================================


আপনার নাম ? *
মোঃ মাইদুল সরকার
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/MdMaidulSarker
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
সাক্ষাৎকার দিতে ভাল লাগে। দিতেই ভাল লাগে বিশি।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে?
লেখক-আল তামাস, হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, সুনীল । কবি - আল মাহমুদ, পূর্ণেন্দু পত্রী, শামসুর রাহমান, জসীমউদ্দীন, নজরুল, রবীন্দ্রনাথ। গল্পকার- সাবের, সেলিনা রহমান, জাফরইকবাল আরও অনেকে।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
স্কুলে থাকতেই কবিতা লেখা শুরু। তারপর বিভিন্ন ম্যাগাজিন/স্থানীয় পতিকায় লেখার মাধ্যমে ও বর্তমানে সাম হ.ইন ব্লগে লেখা প্রকাশিত হওয়ার পর উৎসাহিত হয়ে নিজের ভাল লাগায়।
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
উপন্যাস তারপর গল্প তারপর কবিতা।
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিখ্যাতদের অনেক বই বেরিয়েছে আমার এখন তেমন কোন বই বের হয়নি।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
কবিতায়-ফাহিমা প্রধান, জয়নব,, আশালতা আর গল্পে-মৃদুল, ফারহানা।
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
বিভিন্ন জনের প্রশংসা এবং যৌথভাবে কবিতার বই প্রকাশ এর মাধ্যমে।
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
কখনো সহায়ক আবার কখনো অন্তরায়।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
হতে চাই। মাঝে মাঝে মন চায়।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
অবশ্যই লেখালেখির অভ্যাস থাকতে হবে, পড়ার চর্চা বেশি থাকতে হবে। শুধু ইমোশনেই কাজের কাজ হয়না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
2017 সালের বই মেলায় যৌথভাবে কবিতার বই প্রকাশ এবং ব্লগে বিভিন্ন গুনীজনের প্রসংশা।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কারো কাছ থেকে অল্প উৎসাহ কিন্তু গঞ্জনা নয়।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অবশ্যই দরকারী। তাতে করে প্রকৃত বিষয় বস্তু ফুটে উঠে।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অবশ্যই শক্তি আছে। অধুবান করি, করেছি।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
ব্যক্তি জীবন পুরোপুরি উন্মক্ত না হওয়াই ভাল।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
অবশ্যই তখন কলম ধরা উচিৎ। শুধু বাংলাদেশ নয়, যে কোন দেশেই এটা হওয়া উচিৎ। কারন এতে করে বিষয়টি জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
কারো কারো ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
হ্যা করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
শত্রু ভাবেন না, কিন্তু তার জনপ্রিয়তাকে ইর্ষা করেন।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
না। তা কেন
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।


============================================================


আপনার নাম ? *
ব্লগিং নাম : বাকপ্রবাস
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/sadhabib
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
কখনো দেয়া হয়নি সাক্ষাৎকার
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
প্রিয় লেখক : এস এম জাকির হোসাইন, প্রিয় কবি ছড়াকার সুকুমার রায়, গল্পকার নির্দিষ্ট করে নেই, মূলত সাহিত্য এর সব জায়গায় যখন যেটা বা যাকে ভাল লাগে ওমনটা।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
ছাত্রজীবনে টুকটাক ছড়া লেখার চেষ্টা ছিল, পরে ব্লগে কমেন্ট করতে গিয়ে ভাবলাম নিজেওতো লিখতে পারি চেষ্টা করলে সেই সুবাদে টুকটাক লেখা হয়
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
ছড়া আর অণুগল্প
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
একজন বিখ্যাত লেখক আমার চাইতে অনেক অসুখী, আমি তাদের চাইতে অনেকটা সুখী এটায় পার্থক্য আর সবচেয়ে বড় পার্থক্য হল তারা জ্ঞানী আর আমি পাঠক
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
টুম্পা নামে ছোটদের ছড়া লেখা আর মিরু নামে কবিতা লিখতে গিয়ে লেখা হয়না পারিবারীক অশান্তি হবে ভেবে
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
লেখায় যখন অন্যরা কমেন্ট ও প্রশংসা করে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
প্রত্যের মানুষ নিজের মন মানসিকতায় বেড়ে উঠে, একই ইগো কারো জন্য মঙ্গল হতে পারে আবার অন্য কারো জন্য অমঙ্গল হতে পারে, সেটা ব্যাক্তি বিশেষ ভেদে ভিন্ন
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
না, চাইনি
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
প্রশ্নটা স্বস্তা এবং উত্তরটা সহজ। না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
মনের তৃপ্তি
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
কোনটাই, না
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
মানুষ ফিল্ডেই আছে, প্রতিদিন ওয়ার্ক করেই সে টিকে থাকে, লিখে থাকে, তবুও বিশেষ কোন লেখার জন্য আরো বেশী ওয়ার্ক প্রয়োজন মনে পড়লে করবে সেটা নিজস্ব ব্যাপার। এক লেখা একজন লেখক নিজেই মূল্যায়ন করা যায়, সে যদি ভাবে আমি এই লেখাটা এমন করে লিখব তাহলে তেমন হবে, আবার যদি ভাবে, না, আমি সময় নিয়ে প্রতিটা পয়েন্ট যাচাই বাছায় করে লিখবে তাহলে সেটার মান অবশ্যই ভাল হবে, লেখব নিজেই ঠিক করবে সে কম লিখে কোয়ালিটি দেবে নাকি বেশী লিখে কোয়ান্টিটি দেবে। সেখানে অন্যের হাত নেই।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অবশ্যই,লেখা এক প্রকার শক্তি
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
উন্মোক্ততা আমার ভাল লাগেনা, প্রত্যেকে নিজের একটা জগৎ থাকবে সেটা তার নিজের, সেখান থে কিছু কিছু প্রকাশ হবে বাকীটা থেকে যাবে, লেখকদের উন্মোচন আমি চাইনা।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
সেটা শুধু লেখক নয়, প্রত্যেকের উচিত, লেখরা এগিয়ে আসলে সাধারণরা উৎসাহ পায়
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
না
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
নাম ধরে সার্চ দিইনি, তবে লেখার শিরোনাম ধরে দেয়া হয়েছে, সেই সূত্রে নিজের অনেক লেখা একসাথে দেখেছি, এভাবে নিজেকে দেখতে আমার মন চায়না।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
শত্রু ভাবতেই পারে, মানুষ মাত্রই এই গুণটা সবার আছে, হিংসা থাকা ভাল কিন্তু সেটা প্রকাশ করা ভালনা
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
আমাকেতো জোর করে আনা হয়নি, নিজ থেকেই দেয়া হয়েছে, ব্লগে বাংলা লিখে এখানে কপি পেষ্ট করতে হয়েছে ঝামেলা বলতে সেটাই
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
নাই



======================================================


আপনার নাম ? *
সত্যপথিক শাইয়্যান
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/blog/shaiyan
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
এটা নিয়ে অবশ্য এই প্রথম চিন্তা করছি। আমার মনে হয়, আমি দিতে পছন্দ করি। কারণ, অপেক্ষাকৃত কম কথা বলতে হয়।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
হূমায়ুন আহমেদ
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
যেদিন থেকে পরীক্ষার খাতায় প্রথম রচনা লিখতে হয়েছিলো, সেদিন থেকে। তবে, ব্লগে লেখা শুরু করেছিলাম আমার এক আত্মীয়ের অনুরোধে।
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
গল্প
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিখ্যাত লেখক আমাকে অনুসরণ করেন না। কিনতু, আমি তাঁকে অনুসরণ করছি।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
শেরান
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
নিজের বিবেক থেকে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
কারো কারো ক্ষেত্রে অন্তরায়, কারো কারো ক্ষেত্রে না।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
চেয়েছি। তাই, স্ক্রীন প্লে রাইটিং শিখছি।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
সবার মানুষেরই ইমোশন আছে। কিনতু, একজন লেখক বা কবি হওয়ার মতো যথেষ্ট ইমোশন সবার থাকেন না।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
নিজের বিবেকের কাছে আমি অপরাধী নই।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
পরিবারের লোকদের থেকে যথেষ্ট উৎসাহ পেয়েছি।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
৮০-২০ রুল। লেখার আগে মোট প্রাপ্ত সময়ের ৮০ ভাগ চিন্তায় ব্যয় করতে হয়। বাকি ২০ ভাগ লেখার জন্যে।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
আছে! আমি তা অনুভব করি। সবার আগে আমার লেখা আমার নিজের উপরই পাওয়ার বিস্তার করে।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
আমি দ্বিমত পোষন করি। কারণ, দেখা গেছে অনেক বড় লেখকের ব্যক্তিগত জীবন মৃত্যুর পরবর্তী সময়ে প্রকাশের পর লেখক সম্পর্কে সংশয়ের জন্ম দিয়েছে। লেখক জীবিত থাকলে হয়তো সেই ভুল বুঝাগুলো নিজে দূর করতে পারতেন।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
সিডর বা বন্যার মতো জাতীয় দুর্যোগে লেখকদের অবশ্যই কলম ধরা উচিৎ। কিনতু, রাজনৈতিক দুর্যোগে ভেবে-চিন্তে।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
এখনো না।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
মাঝে মাঝে লেখকের লেখাগুলোকে শত্রু মনে করি। যখন দেখি মানবতার জন্যে সেইসব লেখকের লেখা হুমকির।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
এনজয় করেছি খুব। :)
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
উপরের প্রশ্নগুলো প্রশ্নকারী'র কাছে থাকলো আমার প্রশ্ন হিসেবে।


==========================================================


আপনার নাম ? *
মিথী মারজান
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
http://www.somewhereinblog.net/mobile/blog/mithy_marzan
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
সাক্ষাৎকার দিতে নিজেকে সেলিব্রিটি লাগে, :p সত্যি কথা হলো ব্যাপারটা ইন্টারেস্টিং। সাক্ষাৎকার নেয়ার চেয়ে দিতেই মনেহয় বেশি মজা।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, শিখা রহমান।
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
চিঠিপত্র লিখতে গিয়ে লেখাটা কবিতার ফর্মেটে লিখে ফেলেছিলাম। তখন মনে হলো, আরে! আমিও দেখি কবিতা লিখতে পারি! (যদিও সেটা অবশ্যই একটা বোগাস কবিতা ছিলো!)
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
কবিতা আর উপন্যাস
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
প্রফেশনাল লেখকদের চিন্তাধারা এবং লেখার ধরণটা হয় ইউনিভার্সাল কিন্তু আমার লেখাগুলো ব্যক্তিক।
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
লাল টিপ
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
আব্বু রেগুলার ডায়েরী লিখতো, মাঝে মাঝে আমাদের সেটা পড়তেও দিতো। সেগুলো পড়তে খুব ভালো লাগতো আর তেমন করে লিখতে ইচ্ছা করতো। এরপর ডায়েরী লেখার অভ্যাস থেকেই লেখার প্রতি ভালোলাগার শুরু।
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
বেশিরভাগ ক্ষেত্রেই অন্তরায়। কারণ এই ইগো সমস্যায় অনেক সময় লেখালেখি থেকে নিজেকে গুটিয়ে নেয়।
তবে পজিটিভলি নিলে এই ইগো থেকেই লেখক আরো বেশি ভালো লেখার জন্ম দেয়।
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
আমার লেখাগুলো শুধু নিজের জন্যই লেখা। লিখতে ভালোলাগে, লেখাতে স্মৃতিগুলো সাজিয়ে রাখি শুধুমাত্র এটুকুই। প্রফেশনাল লেখক হতে ছোটবেলায় ইচ্ছা করতো তবে এখন আর সে ইচ্ছা নেই।
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখক হতে হলে ইমোশন তো অবশ্যই জরুরী। তবে সেই সাথে মান সম্মত লেখার স্টাইল এবং ইমাজিনেটিভ হতে হবে।
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
কবি বা লেখকদের আমার কাছে কেমন যেন অন্যভূবনের মানুষ মনে হতো। একধরণের ফ্যান্টাসী কাজ করতো কবিদের নিয়ে। ব্লগে লেখালেখি করতে এসে বেশ কিছু কবি বা লেখকের সান্নিধ্য পেয়েছি, তাদের সাথে ইন্টারএ্যাকশন এবং
অনেক ভাল বন্ধুত্ব হয়েছে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
উৎসাহ এবং গঞ্জনা দুটোই পাবার সম্ভাবনাই আছে ৫০/৫০। টুকটাক যে লেখালেখি করি এটা পরিবারের কেউ এখনো জানেনা তাই কোনটাই এখনো ফেইস করতে হয়নি। তবে জানলে ব্যক্তিভেদে দুইটাই আমি পাবো।
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
অনুভূতি নিজের মধ্যে ধারণ না করলে কোনভাবেই খুব বেশি রিয়েলিস্টিক লেখা আসবেনা। তাই ফিল্ড ওয়ার্কের প্রয়োজন আছে বলেই আমার মনেহয়।
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
অনেক গান বা কবিতা আছে যেখানে খুব অল্প কথায় জীবনকে খুঁজে পাওয়া যায়। যে কোন সময়ের মন খারাপ বা ভালোলাগা দুটো মুহূর্তের অনুভূতিরই সুন্দর প্রকাশ পাওয়া যায়। অনেক ছোট্ট অনেক লাইনও আছে যেটা পড়লে মনেহয়, হুম, আমিও তো ঠিক এটাই বলতে চাই, অথবা, আরে! এটাই তো আমি!
ছোট্ট একটা এক্জাম্পল হলো- 'মুক্ত আমি রুদ্ধ দ্বারে, বন্দী করে কে আমারে!' রবী ঠাকুরের এই অল্প কয়টা শব্দ প্রথমদিন পড়ার পর আমি অনেক শক্তি আর সাহস খুঁজে পেয়েছিলাম। নিজেকে নিয়ে অন্যভাবে ভাবতে পেরেছিলাম।
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
লেখকের তৈরী ক্যারেক্টার আর লেখকের ব্যক্তিগত জীবনের মধ্যে বেশিরভাগ পাঠক সবসময় মিল খোঁজার চেষ্টা করে। আর মিল না পেলে লেখকের প্রতি তখন আস্হা হারিয়ে ফেলে পাঠক। আমরা বেশিরভাগ সময়েই ভুলে যাই লেখকের তৈরী ক্যারেক্টার মানেই লেখকের জীবন না। তাই লেখকের ব্যক্তিগত জীবন আড়ালে থাকাই ভালো।
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখনী হল প্রতিবাদের অন্যতম মাধ্যম এবং খুব সহজে পাঠক প্রভাবিত হতে পারে সমসাময়িক লেখা পড়ে। হতে পারে পোস্টারে লেখা কিছু শব্দ, গল্প বা কবিতা যে কোন কিছু। বাংলাদেশের মত অস্হির রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপটে আগের বিভিন্ন আন্দোলন বা দাবী দাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন কলাম, পোস্টার, স্লোগান, কবিতার ঝংকার সব কিছুর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।সুতরাং জাতীয় দূর্যোগে সমসাময়িক বিষয় নিয়ে অবশ্যই লেখকদের কলম ধরা উচিত।
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হুম, বিশ্বাস করি।
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
করেছি।
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
যারা প্রফেশনাল লেখক তারা এমনটা বেশি ভাবে। অনেক সময় নিজের লেখার প্রতি আস্হা কম থাকলে এমনটা করে অথবা জনপ্রিয়তার লোভে এসব হয়ে থাকে।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
বাঁচাবাঁচির কিছু নাই তো! এটা তো আর পরীক্ষার মত সিরিয়াস কিছু না। আমার কাছে মজা লেগেছে ব্যাপারটা।
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
সাক্ষাৎকার ব্যাপারটা তো দেখি দারুণ ইন্টারেস্টিং!!! :)



=============================================



আপনার নাম ? *
ভ্রমরের ডানা (২)
আপনি যদি কোন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করে থাকেন তবে তার লিঙ্ক --
সামু http://www.somewhereinblog.net/blog/VromorerDana
সাক্ষাৎকার দিতে কেমন লাগে ? কোনটা বেশী ভালো লাগে সাক্ষাৎকার দিতে না নিতে ?
দিতে বেশি মজা, আগেও একবার দিয়েছি আবার দিতে এলুম।
আপনার প্রিয় লেখক/কবি/গল্পকার কে ?
প্রিয় লেখক কাজী আনোয়ার, কবি রবী বাবু, গল্পকার, মানিক সাহেব!
খুবই সাধারণ প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে, এর থেকে রেহাই নেই। লেখালেখির সাথে যুক্ত হলেন কিভাবে ?
লেখালেখি ভাল লাগে তাই...
সাহিত্যের কোন জগত আপনাকে বেশী টানে ? গল্প/কবিতা/ উপন্যাস/থ্রিলার বা অন্যকিছু ?
এখন কবিতা, আগে ছিল উপন্যাস! তার আগে থ্রিলার!
একজন বিখ্যাত লেখক আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলে মনে করেন ?
বিষয় নির্ধারণে
আপনার লেখা গল্প বা কবিতার মধ্যে আপনার প্রিয় লেখা বা প্রিয় চরিত্র কোনটা ?
এলিটা
লেখালেখিতে সবচেয়ে বড় উৎসাহ কিভাবে পেয়েছেন ?
সামুতে লাইক কমেন্ট পেয়ে
লেখকের ইগো কি তার লেখালেখিতে সহায়ক নাকি অন্তরায় ?
ইগো হল বিষ!
শখের লেখক থেকে কখনো প্রফেশনাল লেখক হতে চেয়েছেন কিনা ?
প্রফেশনাল হমু! স্বাক্ষাৎকারের টাকা দেন আগে!
যে কেউ চাইলে লেখক বা কবি হয়ে যেতে পারে যদি তার মধ্যে ইমোশন থাকে, কিভাবে মূল্যায়ন করবেন ?
ইমোশন ইজ এভ্রিথিং ইন পোয়েট্রি...
লেখালেখিতে এসে সবচেয়ে বড় প্রাপ্তি কি ?
সামুর ভালবাসা...
পরিবারের লোকদের থেকে কিরকম উৎসাহ বা গঞ্জনা পেয়েছেন ?
আফসোস কেউ জানল না....
একটা গল্প বা কবিতা লেখার জন্য ফিল্ড ওয়ার্ক কতটা জরুরী, যেমন আমরা জানি যে আহমেদ ছফা ক্ষুধা নিয়ে লেখার জন্য সারাদিন রাত না খেয়ে ক্ষুধার তীব্রতা বুঝেছেন ।
ফিল্ড ওয়ার্কই সব!
অনেকেই বলেন যে শব্দের মধ্যে একটা জোর আছে, পাওয়ার আছে- শক্তি আছে; আপনি নিজে কখন অনুধাবন করেছিলেন যে আসলেই লেখার মধ্যে এক ধরনের শক্তি আছে !
আমি ফিল করি! ফিল করেই কবিতা লেখি!
পাঠকের কাছে লেখকের ব্যক্তিগত জীবন উন্মুক্ত থাকা উচিত না- এটা কিভাবে দেখেন?
পজেটিভলি!
জাতীয় দুর্যোগের সময়ে লেখকদের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরা উচিত- বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে মূল্যায়ন করবেন ?
লেখা উচিৎ!
আপনি রাইটার্স ব্লকে বিশ্বাস করেন কিনা ?
হুম!
কখনো গুগলে নিজের নাম লিখে সার্চ করেছেন ?
ব্লগের নিক বারবার করি! সেলিব্রেটি হইতে চাই!
একজন লেখক কি অন্য আরেকজন সমসাময়িক লেখককে তার শত্রু ভাবেন ? ভাবলে কেন ?
কাওকে শত্রু ভাবলে কেউ কবি হয়না। এটা নিশ্চিত।
সাক্ষাতকারটি শেষ হয়ে গেলে আপনি বেঁচে যান ?
না, এখন মজা পাচ্ছি, আরো প্রশ্ন করেন।
আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকলে- ----
আপনি প্রেম করেছেন কয়টা?


===============================================


এই পর্যন্ত মোট ১৯ জন ব্লগার-কবি ও লেখক সাক্ষাৎকারটিতে অংশ নিয়েছেন। সবারটা একত্রে একবারে প্রকাশ করলে বেশ বড় হয়ে যাবে। তাই পর্ব আকারে প্রকাশ করছি।
সাথেই থাকুন।
শুভ রাত্রি


সাক্ষাৎকারে অংশ নিতে চাইলে ---------
http://www.somewhereinblog.net/blog/jahidonik/30249776


১১-৯-২০১৮
(জাহিদ অনিক)

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৬
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

বাকি চাহিয়া লজ্জা দিবেন না ********************

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৫

যখন প্রথম পড়তে শিখেছি তখন যেখানেই কোন লেখা পেতাম পড়ার চেষ্টা করতাম। সেই সময় দোকানে কোন কিছু কিনতে গেলে সেই দোকানের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তাম। সচরাচর দোকানে যে তিনটি বাক্য... ...বাকিটুকু পড়ুন

=এই গরমে সবুজে রাখুন চোখ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১

০১।



চোখ তোমার জ্বলে যায় রোদের আগুনে?
তুমি চোখ রাখো সবুজে এবেলা
আমায় নিয়ে ঘুরে আসো সবুজ অরণ্যে, সবুজ মাঠে;
না বলো না আজ, ফিরিয়ো না মুখ উল্টো।
====================================
এই গরমে একটু সবুজ ছবি দেয়ার চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

×