
যারা ব্লগে কিংবা নানা প্রকার অনলাইন ফোরামে লেখলেখি করেন তাদের জন্য এই সাক্ষাৎকার পর্বের আয়োজন। মূলত ধরা হয়ে থাকে যে বর্তমান সময়ের লেখকদের চিন্তা-চেতনা বেশ এই সময়কে কেন্দ্র করেই এবং কখনো কখনো তা সময়ের বাইরে গিয়েও পাঠকদের ভাবাতে সাহায্য করে।
মূলত একজন লেখকের বা কবির সাথে পাঠকদের সরাসরি মিথোষ্ক্রিয়ার তেমন কোন সুযোগ থাকে না। পাঠক তার প্রিয় লেখকের লেখা হয়ত পড়তে পায় কিন্তু তার চিন্তা জগতের বৃহৎ একটা অংশ প্রায় বলতে গেলে অপ্রকাশিতই থেকে যায় সাধারণ পাঠকের কাছে।
পাঠক যেন কিছুটা হলেও লেখকের সেইসব চিন্তা সম্পর্কে জানতে পারেন এবং লেখক যেন কিছুটা হলেও পাঠকের নৈকট্যে যেতে পারেন সেই প্রায়াস রেখেই এই অনলাইন সাক্ষাৎকার পর্ব।
প্রশ্ন উত্তর পর্বে সাধারণ পাঠকদের বা সমালোচকদের পক্ষ থেকে প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি আমি জাহিদ অনিক।
এই গুগল ফর্মের লিংকে গিয়ে আপনি অংশ নিতে পারবেন সাক্ষাৎকারে।
কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার
আপনাদের আন্তরিক অংশগ্রহণ কামনা করছি। সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


