আবির্ভাব
হ্যাঁ, এসে গেলাম।
বলা চলে আসতে হল।
অনেকদিন ধরেই অনেকেই অনেকবার করে এখানে আসতে বলল - আসা হয়নি।
বলা চলে এতদিন এতজন এতবার করে বলার কারনেই হবে হয়ত।
এসে দেখি আরেক বিপত্তি। কান্তা নামটা কমন, এটা জানি। কিন্তু তাই বলে ইয়াহু বা এখানে এত কান্তা হবে, ভাবিনি।
শুধু কান্তা - নাই।
কান্তা বিডি - নাই। ... বাকিটুকু পড়ুন

