বেশ কয়েকদিন ধরে সামুর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা........ ব্লগ পোষ্টে বিপ্লব কান্তির সাথে আমাদের ব্লগীয় পরিবেশ আর তার প্রতি আমাদের ভুমিকা নিয়ে আলোচনা হচ্ছিল। জানেন নিশ্চয় উনি রাগ করে উনার সকল ব্লগের লেখাগুলো মুছে দিয়েছেন! উনার শেষের মন্তব্যগুলো নিয়ে আমার জবাবগুলো আলাদা করে তুলে ধরলাম। কারন বিষয়গুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন।
আপনি বললেন, ৬ মাসে বাংলাদেশে রমনা কালী মন্দির, পুরান ঢাকাতে কয়েকদিন আগে একটি মন্দিরের জাযগা দখল সহ বেশ কযেকটি (বেশ কয়েকটি বললে হবে না সূত্র দিন) মন্দির ভাংচুর হয়েছে। তা নিয়ে লিখে মডারেটর আপনার শেষ লেখাটি মুছে /ফোর্স ডিলিট করে দিযেছে।
তাহলে মন্দির ভাংচুর নিয়ে এই লেখাগুলো থাকলো কিভাবে (খেয়াল করে দেখুন প্রতিবাদ করেছে সবাই, একজনও কি বলেছে ভাল হয়েছে?) :
একদিকে পোড়ানো হচ্ছে কোরান আর অন্যদিকে ভাঙ্গা হচ্ছে মন্দির।
মন্দিরে হামলা...ভাংচুর
চট্রগ্রামে মন্দির ভেঙ্গেছে দুবৃত্তরা, গ্রেফতার হয়নি কেউ
(গ্রেফতার হয়েছে এখন, কিন্তু সময় না দিয়ে গ্রেফতার না হওয়াটা হেডিং হাইলাইট হয়ে গেল!)
পক্ষান্তরে তুলনামূলকভাবে দ্বিমত কারীদের প্রতি গালিগালাজ করা পোষ্ট খুবই নগন্য।
আশার কথা বাংলাদেশ কখনই ভারতের মত ঐতিহাসিক কোন মসজিদ সরকার, দল সমর্থনে হাজার হাজার মানুষ প্রকাশ্যে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারবে না! এটা দেখুন -
পাকিস্তানের মত ধর্মীয় সহিংসতাও নেই আমাদের দেশে:
শ্রীলংকার মত নেই কোন জাতিগত সংঘাত:
এরকম হাজারো নৃশংস ঘটনা প্রকাশ্যে পৃথিবীর আনাচে কানাচে ঘটে চলেছে।
সেই তুলনায় আমাদের বাংলাদেশে হাতেগোনা যে কয়টি মন্দির ভাংচুর ঘটনা ঘটেছে তা হয়েছে রাতের অন্ধকারে! প্রকাশ্যে এরূপ অপরাধ করতে গেলে আমজনতার প্রতিরোধের মুখে দুর্বৃত্তদের একটাও হাড্ডি আস্ত থাকতো কিনা সন্দেহ!
আপনার শেষে হাইলাইট করা লাইনগুলো (কমেন্ট নং ২০৮) দেখে খুব ভাল লাগলো, অপরাধ হতেই পারে কম বেশি কিন্তু তার বিচার হচ্ছে কিনা সেটাই মুক্ষ বিষয়। আমেরিকার মত উন্নত দেশে হত্যা, নারী ধর্ষন ভয়াবহ আকার ধারন করেছে ঠিকই কিন্তু ওরা অপরাধীদের ধরে দ্রুত বিচার করে এবং তারা এটা নিয়ে গর্ব করতে পারে!
বুকে হাত দিয়ে বলুন আপনি আমি আমরা সবাই বাংলাদেশে, বাংলাভাষী-বাঙ্গালীরা চির কাল একসাথে মিলে মিশে সাম্যতায় ভরা পরিবেশে বাস করছি কিনা?
সাম্যতার জলজ্যান্ত উদাহরন সামুর ব্লগগুলো দেখুন (হাতের সামনে যে কটা পেলাম):
এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির
ফটো ব্লগ-দিনাজপুরের কান্তজির মন্দির - মুনীর উদ্দীন শামীম
বৌদ্ধ স্বর্ণ মন্দির(বান্দরবান)............ ফটুক
মুক্তির মন্দির সোপান তলে ক্ষুদিরাম।
মন্দির পরিচিতি- ৩, আদিনাথ মন্দির- মহেষখালী- চট্টগ্রাম
শেরালী চৌদ্দ-মুক্তির মন্দির সোপান তলে-৪
মন্দির পরিচিতি- ২ (শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম)
আরো হাজারো (আক্ষরিক অর্থেই) ব্লগে প্রমান পাবেন আমাদের উদারতা, মুক্তমনা, সাম্য, সৌহার্দপূর্ণ মানসিকতার পরিচয়।
এইবার বলুন উপরের পোস্টগুলোতে কয়জন গালি বাজ, সন্ত্রাসী পেয়েছেন?
বাংলাদেশ সত্যিকারের একটি অসাম্প্রদায়িক দেশ......
অ. ট.: যাক শুনে খুশি হলাম যে আপনার লেখাগুলো ব্যাক আপ রেখেছেন।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



